সংবাদ সম্মেলনে ছেলের দাবি : হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানকে ফাঁসানো হয়েছে

আগের সংবাদ

কুরবানি ঘিরে চাঙা অর্থনীতি : ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকার বাণিজ্য হওয়ার সম্ভাবনা, রেমিট্যান্স প্রবাহে রেকর্ড

পরের সংবাদ

নারীদের অ্যাশেজে বেমন্টই প্রথম

প্রকাশিত: জুন ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

পুরুষদের অ্যাশেজে সবার আগ্রহটা সর্বোচ্চ সীমায় থাকলেও নারীদের অ্যাশেজের প্রতি দর্শক-সমর্থকদের আগ্রহ কিছুটা কম। তবে এবারের নারী অ্যাশেজ যারা দেখেছেন তারা নারী ক্রিকেটের এই টুর্নামেন্টকে হেলায় ফেলতে পরবেন না কোনোভাবেই। কেননা এবারের অ্যাশেজ টেস্টের প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন ইংলিশ নারী ব্যাটার টেমি বেমন্ট। নারীদের টেস্ট ইতিহাসে অষ্টম ডাবল সেঞ্চুরি করেছেন বেমন্ট। তাছাড়া নারীদের অ্যাশেজে তিনি প্রথম কোনো নারী ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন। প্রথম ইনিংসে ৩২ বছর বয়সি এই ব্যাটার খেলেছেন ৩৩১ বলে ২০৮ রানের ইনিংস। দুর্দান্ত এই ব্যাটিং পারফরম্যান্সের মধ্য দিয়ে বেমন্ট ৮৮ বছরের পুরনো একটি রেকর্ডও ভেঙেছেন। বর্তমানে ইংল্যান্ডের হয়ে নারীদের ক্রিকেটে লাল বলের ম্যাচে সর্বোচ্চ রানের মালিক বেমন্ট। ইংল্যান্ডের হয়ে এত দিন সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল বেটি স্নোবলের। ১৯৩৫ সালের ১৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে ১৮৯ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি উইকেটকিপার-ব্যাটার স্নোবল। সেটি ছিল স্বীকৃতি নারী ক্রিকেটের এবং ইংল্যান্ডের চতুর্থ। ৮৮ বছর পর এবার ইংল্যান্ডের ৯৯তম টেস্ট ম্যাচে এসে স্নোবলকে টপকে গেলেন বেমন্ট। ২০০৯ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলে আসা বেমন্ট এমন কীর্তি গড়বেন এমনটা কিছুদিন আগেও আশা করতে পারেননি। গত বছরের মাঝামাঝিতে ডানহাতি এই ব্যাটারকে কমনওয়েলথ গেমস ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ দেয়া হয়। তখন ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ব্যাপারেও ভেবেছিলেন বেমন্ট।

:: সামিরা সুলতানা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়