ইসলামী আন্দোলন : নির্বাচনকালীন জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা

আগের সংবাদ

কুরবানির পশুর দাম বেশি যে কারণে > আফতাবনগর হাট : এখনো জমেনি হাট গরুও উঠেছে কম

পরের সংবাদ

বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বাস্তবায়নে দ্বিতীয় ঢাকা ওয়াসা

প্রকাশিত: জুন ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বাস্তবায়নে দ্বিতীয় ¯’ান অধিকার করেছে ঢাকা ওয়াসা। এজন্য পানি সরবরাহকারী এই সং¯’াটিকে পুরস্কৃত করেছে ¯’ানীয় সরকার মন্ত্রণালয়।
গতকাল রবিবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ দেয়া হয়। ¯’ানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম ঢাকা ওয়াসার ব্যব¯’াপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী তাকসিম এ খানের হাতে এসব তুলে দেন। এ সময় উপ¯ি’ত ছিলেন ¯’ানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম।
রবিবার রাতে ঢাকা ওয়াসার উপপ্রধান জন তথ্য কর্মকর্তা মোস্তফা তারেক স্বারিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ¯’ানীয় সরকার বিভাগের অধীনে ২০টি সং¯’া ও প্রতিষ্ঠানের মধ্যে ১০০ নম্বরের বিপরীতে ৯৭.১৮ নম্বর পেয়ে ঢাকা ওয়াসা এ সাফল্য অর্জন করে। এর আগে ২০২০-২১ অর্থবছরে সং¯’াটি প্রথম ¯’ান, ২০১৯-২০ অর্থবছরে দ্বিতীয় ¯’ান এবং ২০১৮-১৯ অর্থবছরে প্রথম ¯’ান অধিকার করেছিল। এজন্য সং¯’াটির প্রধান তাকসিম এ খান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। সেইসঙ্গে ঢাকা ওয়াসার সব কর্মকর্তা কর্মচারীর নিরলস কর্ম সম্পাদনের জন্য তাদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তাকসিম।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্য নির্দেশনায় ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা কর্মসূচির মাধ্যমে গত ১৪ বছরে সং¯’াটি এ সাফল্য অর্জন করেছে। ঢাকা ওয়াসা রাজধানী বাসির পানির চাহিদার উদ্ব”ত্ত পানি উৎপাদনে সমতা অর্জন করেছে। সং¯’াটি পানি সরবরাহের েেত্র দণি এশিয়ার মধ্যে রোল মডেল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়