রাজধানীতে পৃথক ঘটনায় দুজনের অস্বাভাবিক মৃত্যু

আগের সংবাদ

সিসিক মেয়রের প্রতি প্রধানমন্ত্রী : মেয়র নয়, সেবক হিসেবে কাজ কর

পরের সংবাদ

সিঙ্গাপুর নেয়া হবে ড. মোশাররফকে

প্রকাশিত: জুন ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে। আট দিন চিকিৎসা শেষে গতকাল শনিবার দুপুরে তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়েছে।
শনিবার খন্দকার মোশাররফের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন ভোরের কাগজকে একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘হাসপাতাল থেকে বাবাকে বাসায় নিয়ে আসা হয়েছে। তবে এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়ার প্রক্রিয়া চলছে।’ প্রসঙ্গত, গত ১৭ জুন হঠাৎ বুকে ব্যথা উঠলে খন্দকার মোশাররফ হোসেনকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়