রাজধানীতে পৃথক ঘটনায় দুজনের অস্বাভাবিক মৃত্যু

আগের সংবাদ

সিসিক মেয়রের প্রতি প্রধানমন্ত্রী : মেয়র নয়, সেবক হিসেবে কাজ কর

পরের সংবাদ

কোমরে লুঙ্গির ভাঁজে মিলল ৭০ লাখ টাকার স্বর্ণ

প্রকাশিত: জুন ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনার সুলতানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচা?রের সময় প্রায় এক কে?জি ওজ?নের স্বর্ণের বারসহ ত?রিকুল ইসলাম (৩২) না?মে এক পাচারকারী?কে আটক ক?রে?ছে বি?জি?বি। গতকাল শ?নিবার সকাল সাড়ে ১০ টার দি?কে ঝাঁঝাডাঙ্গা গ্রাম থেকে স্বর্ণসহ পারচারকারীকে আটক করে বিজিবি।
আটক ত?রিকুল ইসলাম পারকৃষ্ণপুর গ্রামের শুকুর আলীর ছে?লে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তের ঝাঁঝাডাঙ্গা গ্রামের রাস্তার পাশে অবস্থান নেন।
একজন ব্যক্তি পায়ে হেটে ঝাঁঝাডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। বিজিবি সদস্যরা তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাঁজে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ১১টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন ৮১৬ গ্রাম। বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
এ ঘটনায় বিজিরি পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে দর্শনা থানায়। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়