রাজধানীতে পৃথক ঘটনায় দুজনের অস্বাভাবিক মৃত্যু

আগের সংবাদ

সিসিক মেয়রের প্রতি প্রধানমন্ত্রী : মেয়র নয়, সেবক হিসেবে কাজ কর

পরের সংবাদ

আরো ২ জনের মৃত্যু : একদিনেই ৫০০ ডেঙ্গুরোগী ভর্তি

প্রকাশিত: জুন ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দেশের বিভিন্ন হাসপাতালে একদিনে ৫০০ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। যা চলতি বছরের সর্বোচ্চ সংখ্যক রোগী। শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৭ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩ জন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের।
এর আগে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছিল গত শনিবার। ওইদিন রোগীর সংখ্যা ছিল ৪৭৭ জন।? আর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৪ জনের।? শনিবার রোগী বেশি হবার কারণ হিসেবে অধিদপ্তর থেকে বলা হচ্ছে, শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ার বেশিরভাগ হাসপাতাল ডেঙ্গু রিপোর্ট দেয় না। শনিবারের রিপোর্টের সঙ্গে তা যোগ করা হয়।
গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৫০৩ জন। এর মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১৫৯ জন আর অনান্য বিভাগে চিকিৎসাধীন ৩৪৪ জন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৪ জুন সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৮৩৯ জন। মৃত্যু হয়েছে ৪২ জনের। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এবং মে মাসে ১০৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন এবং মে মাসে দুজনের মৃত্যু হয়েছে। চলতি জুন মাসের ২৪ তারিখ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৮১৭ জন। আর মৃত্য হয়েছে ২৯ জনের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়