প্রিপেইড মিটার স্থাপনে আর্থিক লেনদেন না করার আহ্বান

আগের সংবাদ

হাটে পর্যাপ্ত গরু, দাম চড়া : কেনাবেচা আজ থেকে > শর্ত মানছেন না ইজারাদার > ট্রাক নিয়ে টানাটানি

পরের সংবাদ

শিবচর পৌরসভার ৬১ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: জুন ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : নতুন কোনো কর আরোপ ছাড়াই মাদারীপুরের শিবচর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের ৬১ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ২৬ কোটি ও রাজস্ব ব্যয় ২৫ কোটি ৮৫ লাখ ৩৯ হাজার টাকা, উন্নয়ন আয় লক্ষ্যমাত্রা ৩৫ কোটি টাকা ও উন্নয়ন ব্যয় ৩৪ কোটি ৭১ লাখ টাকা ধরা হয়েছে। সর্বমোট বাজেট ৬১ কোটি টাকা, এর মধ্যে মোট ব্যয় ৬০ কোটি ৫৬ লাখ ৩৯ হাজার টাকা এবং ৪৩ লাখ ৬১ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে শিবচর পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটরিয়ামের সম্মেলন কক্ষে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। বাজেট অধিবেশনে পৌর মেয়র আওলাদ হোসেন খান পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের ৬১ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটে ডেঙ্গু মশা নিধনসহ পৌর এলাকার রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারে বরাদ্দ রাখা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ. লতিফ মোল্লা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. শাজাহান মোল্লা, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান, কাউন্সিলর আক্তার হোসেন খান প্রমুখ। অনুষ্ঠানে সব কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়