প্রিপেইড মিটার স্থাপনে আর্থিক লেনদেন না করার আহ্বান

আগের সংবাদ

হাটে পর্যাপ্ত গরু, দাম চড়া : কেনাবেচা আজ থেকে > শর্ত মানছেন না ইজারাদার > ট্রাক নিয়ে টানাটানি

পরের সংবাদ

বাউফলে দুস্থদের মধ্যে সহায়তার চেক বিতরণ

প্রকাশিত: জুন ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : বাউফলে স্থানীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৫৬ জন অসহায় দুস্থ মানুষের মধ্যে সহায়তা চেক বিতরণ করেন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজ এসব চেক বিতরণ করেন। প্রত্যেক দুস্থ ব্যক্তিকে আড়াই লাখ টাকার চেক দেয়া হয়েছে।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আ.স.ম ফিরোজ বলেন, আওয়ামী লীগ যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তখনই মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে। শেখ হাসিনা দেশের উন্নয়নে ব্যাপক কাজ করেছেন। তেমনিভাবে পিছিয়ে পড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য সহায়তার ব্যবস্থা করেছেন। বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন, ভিজিএফ, ভিজিডিসহ অসংখ্য ভাতা অনুদান দিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিম ফারুক, ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বাচ্চু ও মো. কামাল বিশ্বাস প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়