শিশুশ্রম নিরসনে সমন্বিত পদক্ষেপের আহ্বান

আগের সংবাদ

ভারত-আমেরিকার বৈচিত্র্যময় অংশীদারত্ব গড়ার প্রত্যয় : হোয়াইট হাউসে মোদি-বাইডেন বৈঠক শেষে যৌথ ঘোষণা

পরের সংবাদ

শিশুকে ধর্ষণচেষ্টার পর হত্যা : আসামি নাহিদের আমৃত্যু কারাদণ্ড

প্রকাশিত: জুন ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর গেন্ডারিয়ায় ২ বছরের শিশু  হত্যা মামলায় একমাত্র আসামি জান্নাতুল ওয়াইশ ওরফে নাহিদকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। এছাড়া আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। নাহিদ বর্তমানে কারাগারে আছেন। তবে মামলার বাদী শিশুটির বাবা মো. ইদ্রিস এ রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, আমরা আসামির ফাঁসি চাই। এ রায় মানি না। আমরা উচ্চ আদালতে যাব। ২০১৯ সালের ৫ জানুয়ারি বাসা ফাঁকা পেয়ে আসামি নাহিদ শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। ব্যর্থ হয়ে বাসার তিনতলা থেকে নিচে ফেলে শিশুটিকে হত্যা করে। পরে ৭ জানুয়ারি শিশুটির বাবা মো. ইদ্রিস বাদী হয়ে গেন্ডারিয়া থানায় মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়