শিশুশ্রম নিরসনে সমন্বিত পদক্ষেপের আহ্বান

আগের সংবাদ

ভারত-আমেরিকার বৈচিত্র্যময় অংশীদারত্ব গড়ার প্রত্যয় : হোয়াইট হাউসে মোদি-বাইডেন বৈঠক শেষে যৌথ ঘোষণা

পরের সংবাদ

বানিয়াচং : কুরবানির পশুর বর্জ্য পুঁতে ফেলার আহ্বান

প্রকাশিত: জুন ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : বানিয়াচংয়ে কুরবানির পশুর বর্জ্য পুঁতে ফেলার আহ্বান জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ আহ্বান জানানো হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহর সভাপতিত্বে এ সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ওসি (তদন্ত) মো. আবু হানিফ, বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, শেখ সামছুল হক, মিজানুর রহমান খান, আব্দুল আহাদ মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্মৃতি চ্যাটার্জি কাজল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিয়া ও বানিয়াচং মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু প্রমুখ।
সভায় আসছে ঈদুল আজহায় কুরবানির বর্জ্য পরিবেশ রক্ষায় মাটিতে পুঁতে রাখা, গ্রাম্য দাঙ্গারোধে দেশীয় অস্ত্র উদ্ধার অব্যাহত ও আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি টহল বৃদ্ধির সিদ্ধান্ত গৃহিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়