শিশুশ্রম নিরসনে সমন্বিত পদক্ষেপের আহ্বান

আগের সংবাদ

ভারত-আমেরিকার বৈচিত্র্যময় অংশীদারত্ব গড়ার প্রত্যয় : হোয়াইট হাউসে মোদি-বাইডেন বৈঠক শেষে যৌথ ঘোষণা

পরের সংবাদ

নাদালের পক্ষে সাফাই গাইলেন ফেদেরার

প্রকাশিত: জুন ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ফ্রেঞ্চ ওপেনের এবারের আসরে শিরোপা জিতে সবাইকে ছাড়িয়ে গেছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে হটিয়ে এখন রেকর্ড সর্বোচ্চ ২৩টি গ্র্যান্ডস্লামের মালিক এখন তিনি। তার এই অর্জনকে অবিশ্বাস্য বলেছেন টেনিসকে বিদায় বলা সুইডিস তারকা রজার ফেদেরার। তবে নাদাল যতদিন আছেন ততদিন জকোভিচকে সর্বকালের সেরা মানতে নারাজ তিনি।
জার্মানির ঘাসের কোর্টে আয়োজিত টেনিস টুর্নামেন্ট হালে ওপেনের ৩০ বছর পূর্তি উপলক্ষে ফেদেরারকে সংবর্ধনা দেয়া হয়। টুর্নামেন্টের ফাইনালের দিনটিকে ঘোষণা করা হয় ‘রজার ফেদেরার দিবস’। হল-এ ক্যারিয়ারের রেকর্ড ১০টি সিঙ্গেলস শিরোপা জয় করেছেন ফেদেরার। ঘাসের কোর্টের এই টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানেই কথা বলেন জকোভিচ ও নাদাল প্রসঙ্গে। ম্যাচ শেষে সুইস পত্রিকা তাজেস অ্যানজেইজারকে দেয়া এক সাক্ষাৎকারে ফেদেরার বলেন, ‘জকোভিচের যে অর্জন, সেটি বিশাল। এক কথায় অবিশ্বাস্য। একজন খেলোয়াড়ের ক্যারিয়ারে এর চেয়ে বেশি কিছু অর্জন করা সম্ভব না ও হতে পারে। কিন্তু আমি তাকে সর্বকালের সেরা এখনই বলতে রাজি নই। যত দিন রাফায়েল নাদাল খেলা চালিয়ে যাবে, তত দিন এ বিষয়ে (সর্বকালের সেরা) কোনো কিছু নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।’
ফেদেরার, নাদাল আর জকোভিচ তিনজনই প্রায় সমসাময়িক। ক্যারিয়ারে ফেদেরার জিতেছেন ২০ গ্র্যান্ডস্লাম, নাদাল জিতেছেন ২২। কিছুদিন আগেই ফ্রেঞ্চ ওপেন জিতে নাদালকে ছাড়িয়ে গেছেন জোকোভিচ। ফেদেরার ছিলেন প্রথম পুরুষ টেনিস খেলোয়াড়, যিনি ১৪টি গ্র্যান্ডস্লাম জিতেছিলেন। নাদাল আর জকোভিচকে সব সময়ই নিজের দারুণ প্রতিদ্ব›দ্বী মনে করেছেন ফেদেরার। স্বাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘সত্যি কথা বলতে কি, আমি সবসময়ই নিজেকে নাদাল আর জকোভিচ সঙ্গে তুলনা করেছি। তাদের প্রতিদ্ব›দ্বী ভেবেছি। এ দুজন আমার দুই শ্রেষ্ঠ প্রতিদ্ব›দ্বী। আমি আগেও বহুবার বলেছি, এ দুজনের সঙ্গে প্রতিদ্ব›িদ্বতাই আমাকে একজন সফল টেনিস খেলোয়াড়ে পরিনত করেছে। আমি যা যা অর্জন করেছি, সবই সম্ভব হয়েছে নাদাল আর জোকোভিচের সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা থেকে।’
প্রায় ঘণ্টাখানেক সেন্টার কোর্টে থেকে ভক্তদের অটোগ্রাফ দেবার পাশাপাশি সেলফি তোলেন ফেদেরার। ঘাসের কোর্টের এই টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফেদেরার বলেন, এখানে আসতে পারাটা সবসময়ই আনন্দের। বেশ কিছু শিরোপার মাধ্যমে এই টুর্নামেন্টটিকে আমি নিজের করে নিয়েছিলাম।
দীর্ঘদিন ধরেই হাঁটুর চোটে ভুগছিলেন ফেদেরার। অধিকাংশ সময় ছিলেন কোর্টের বাইরে। ফলে বর্ণাঢ্য ক্যারিয়ারকে বিদায় বলেন গত বছরের সেপ্টেম্বরে। লেভার কাপ দিয়ে প্রতিযোগিতামূলক টেনিসকে বিদায় জানান ফেদেরার। কান্নাভেজা চোখে, বাষ্পরুদ্ধ কণ্ঠে বহুদিনের প্রতিদ্ব›দ্বী রাফায়েল নাদালকে সঙ্গে নিয়ে নামেন কোর্টে। সেখানে টিম ওয়ার্ল্ডের জুটি ফ্রান্সিস তিয়াফো ও জ্যাক সকের কাছে হেরে যান তারা। ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত টেনিসের কোর্টে ৪০ বার মুখোমুখি হয়েছেন নাদাল ও ফেদেরার। তাদের যেমন প্রতিদ্ব›িদ্বতা, তেমনি একে অপরের প্রতি সম্মানও কম নয়। ২০১৭ সালে প্রাগের পর দ্বিতীয়বারের মতো একসঙ্গে খেলেন দুই কিংবদন্তি।
ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল জয়ের পর নিজেকে সর্বকালের সেরা ভাবছেন কিনা এমন প্রশ্নের জবাবে জকোভিচ বলেছিলেন, ‘এই আলোচনায় আমি ঢুকতে চাই না। আমি আমার নিজের ইতিহাস লিখছি। নিজেকে আমি গ্রেটেস্ট বলতে চাই না। আলোচনাটা অন্যদের ওপর ছেড়ে দিতে চাই। গ্র্যান্ডস্লামে নাদাল ও ফেদেরারের চেয়ে এগিয়ে যাওয়ার অনুভূতি চমৎকার। তবে একই সময়ে এটিও ঠিক যে, সবাই নিজের ইতিহাসটাই লিখছে। আমি তো মনে করি প্রত্যেক গ্রেট চ্যাম্পিয়ন তার নিজের প্রজন্মে বড় পদচিহ্ন ও উত্তরাধিকার রেখে গেছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়