শিশুশ্রম নিরসনে সমন্বিত পদক্ষেপের আহ্বান

আগের সংবাদ

ভারত-আমেরিকার বৈচিত্র্যময় অংশীদারত্ব গড়ার প্রত্যয় : হোয়াইট হাউসে মোদি-বাইডেন বৈঠক শেষে যৌথ ঘোষণা

পরের সংবাদ

খামারি বললে দাঁত দেখায় ‘যুবরাজ’

প্রকাশিত: জুন ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, চাঁদপুর : মালিক বললে দাঁত দেখায়- এমন আশ্চর্য ধরনের এক গরুর দেখা মিলেছে চাঁদপুরে। ৫০ মণ ওজনের এই গরুটির নাম ‘যুবরাজ’। চাঁদপুর সদর উপজেলার শাহমোহাম্মদপুর ইউনিয়নের মান্দারী গ্রামে পারভিন ইসলামের সবুজ বাংলা ডেইলি ফার্মে দেখা মেলে গরুটির।
জানা গেছে, গরুটিকে সাধারণ খাবার খাইয়ে লালন-পালন করা হচ্ছে। খৈল, ভুসি, মুগডাল, খেসারির ডালের ভুসি, কাঁচা ঘাস, খরকুটা- এসব খাওয়ানো হচ্ছে গরুটিকে। বয়স হয়েছে ৩ বছর ৭ মাস। প্রতিদিন গরুটিকে খাবারের পেছনে ব্যয় হয় প্রায় ২ হাজার টাকা। গরুটিকে লালন-পালন করছেন দুই থেকে তিনজন লোক। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে গরুটিকে দেখার জন্য অনেক ক্রেতাই আসেন। গত বছর এটি হাটে তুললেও কাক্সিক্ষত দাম না পাওয়ায় বিক্রি করা হয়নি। এ বছর গরুটি হাটে তোলা হবে। যদি কাক্সিক্ষত দাম পাওয়া যায় তাহলে বিক্রি করা হবে।
চাঁদপুর সবুজ বাংলা ডেইলি ফার্মের মালিক পারভিন ইসলাম বলেন, আমি আমার যুবরাজকে আদর যতœ করেই লালন-পালন করেছি। এটি আমার কথা শুনে, যদি বলি দাঁত দেখাতে তবে সে দাঁত দেখায়, কান নাড়ায়। যুবরাজের দাম ১৫ লাখ টাকা হাঁকছেন এই খামারি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়