শিশুশ্রম নিরসনে সমন্বিত পদক্ষেপের আহ্বান

আগের সংবাদ

ভারত-আমেরিকার বৈচিত্র্যময় অংশীদারত্ব গড়ার প্রত্যয় : হোয়াইট হাউসে মোদি-বাইডেন বৈঠক শেষে যৌথ ঘোষণা

পরের সংবাদ

আলোচনায় ‘পাবনার পাগলা রাজা’

প্রকাশিত: জুন ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে ঈদ উপলক্ষে আলোচনায় রয়েছে ৩৯ মণের ফ্রিজিয়ান জাতের একটি কালো ষাঁড়। পাঁচ বছর বয়সি এ ষাঁড়টি লম্বায় ১০ ফুট ও উচ্চতায় প্রায় ৬ ফুট। সিংহের আকৃতির মতো সামনের অংশ চওড়া ও পেছনের অংশ একটু চাপা হওয়ায় এর মালিক ভালোবেসে নাম দিয়েছেন ‘পাবনার পাগলা রাজা’।
সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পালিত এ ষাঁড়টির মালিক পাবনার ঈশ্বরদী উপজেলার সুলতানপুর গ্রামের রেজাউল করিম। তিনি বলেন, গরুটির খাবারের মেনু রাজকীয়। একে নিয়মিত খড়, ভুসি, ভুট্টার আটা, চালের খুদ ও ছোলা বুটসহ চিটাগুড় খাওয়ানো হয়।
এছাড়াও কলা, চিড়াসহ দামি খাবার দেয়া হয়। একে দুই বেলা গোসল করানোসহ পরিচর্যার জন্য লোক নিয়োগ করা হয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। ইতিমধ্যে অনেক ক্রেতা গরুটি কেনার আগ্রহ দেখিয়ে খামারে আসছেন।
রেজাউল করিম তার প্রিয় পাবনার পাগলা রাজার দাম হাঁকছেন ১৭ লাখ টাকা। তবে এখন পর্যন্ত খামারে আসা ক্রেতারা ১৩-১৪ লাখ টাকা দাম বলেছেন।
গরুটি ১৬-১৭ লাখ টাকায় বিক্রি করতে পারবেন বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়