পাগলায় মানববন্ধন : মন্দিরের জায়গা উদ্ধারের দাবি

আগের সংবাদ

স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ নিতে দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্র দপ্তর

পরের সংবাদ

রাঙ্গুনিয়া : সাত ঘর পুড়ে ব্যাপক ক্ষতি

প্রকাশিত: জুন ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে সাতটি বসতঘর পুড়ে গেছে। এতে টাকা, মূল্যবান জিনিসপত্র পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় লালানগরের দীঘিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার লালানগর ইউনিয়নের ধামাইরহাট দীঘিরপাড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এতে মোহাম্মদ আলম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ নুরু, ছকিনা বেগম, মোহাম্মদ নুরুজ্জামান ও মোহাম্মদ বাবুলের বসতঘর ও মুরগির ফার্ম পুড়ে যায়।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়