পাগলায় মানববন্ধন : মন্দিরের জায়গা উদ্ধারের দাবি

আগের সংবাদ

স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ নিতে দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্র দপ্তর

পরের সংবাদ

পঞ্চগড় : নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃৃৃত্যু

প্রকাশিত: জুন ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

পঞ্চগড় ও তেঁতুলিয়া প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বজ্রপাতে আব্দুস সালাম (৪০) নামে এক দিনমজুরের মৃৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার ভজনপুর ইউনিয়নের পুহাতুগছ এলাকায় ভেরসা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে ভজনপুর ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন বলেন, দিনমজুর সালাম গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় ভেরসা নদীতে মাছ ধরার কয়েকটি উপকরণ পেতে আসেন। পরে গতকাল বুধবার সকালে বৃষ্টিতে ভিজে মাছগুলো সংগ্রহ করতে যান তিনি। সেসময় বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছিল। এক পর্যায়ে প্রচণ্ড শব্দে বজ্রপাত তার শরীরে পড়লে নদীর ধারে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। এসময় তার মাথাসহ পুরো শরীর ঝলসে যায়।
তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাইদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে ওই ব্যক্তির মাথাসহ পুরো শরীর ঝলসে গেছে। পরিবার তার মরদেহ দ্রুত দাফনের ব্যবস্থা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়