যাত্রী কল্যাণ সমিতি : ২৭ জুন সরকারি ছুটি ঘোষণার দাবি

আগের সংবাদ

রাজশাহীতে নজীরবিহীন নিরাপত্তা

পরের সংবাদ

রাজারহাট : বাল্যবিয়ে রোধে সংলাপ অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে বাল্যবিয়ে এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম বি. এল. উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশনের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহ্যাভয়ার চেঞ্জ প্রজেক্টের (এসএসবিসি) আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. রোকনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, সহকারী প্রধান শিক্ষক আবদুল বাতেন, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জ্বল শিকদার প্রমুখ।
সংলাপে অভিভাবক ও জনপ্রতিনিধিরা বাল্যবিয়ে বন্ধে ও শিশুদের প্রতি সহিংসতা রোধে একাত্মতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়