যাত্রী কল্যাণ সমিতি : ২৭ জুন সরকারি ছুটি ঘোষণার দাবি

আগের সংবাদ

রাজশাহীতে নজীরবিহীন নিরাপত্তা

পরের সংবাদ

ভিনিসিয়াসের পিছু ছাড়ছে না বর্ণবাদ

প্রকাশিত: জুন ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ক্রীড়াঙ্গনে বর্ণবাদ নতুন কিছু নয়। তবে লা লিগার ২০২২-২৩ মৌসুমে এই সাদা-কালো বৈষম্য নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র এই কলুষিত আচরণের সর্বোচ্চ শিকার হয়েছেন। মৌসুমের শুরু থেকেই প্রতিপক্ষ সমর্থকদের কাছ থেকে বর্ণবাদী আক্রমণের শিকার হতে হয়েছে এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে। ভিনিসিয়াসকে ঘিরে বর্ণবাদ অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাওয়ায় তার পাশে দাঁড়ায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাকে প্রধান করে একটি বর্ণবাদবিরোধী কমিটিও ঘোষণা করে সংস্থাটি। এরপরও ভিনিকে ঘিরে বর্ণবাদী আচরণ বন্ধ করা সম্ভব হয়নি। গত রবিবার ব্রাজিল দল বর্ণবাদের প্রতিবাদে কালো জার্সি গায়ে গিনির বিপক্ষে খেলতে নামে। কিন্তু এ দিনও বর্ণবাদীদের দ্বারা আক্রান্ত হয়েছেন তার উপদেষ্টা ও বন্ধু সিলভা। মাঠে প্রবেশের সময় সিলভাকে আটকায় এক বর্ণবাদী নিরাপত্তা কর্মী। তাকে একটি কলা দেখিয়ে আটক করে বলা হয়, ‘হাত তোল, তোমার জন্য এটাই আমার পিস্তল।’ ব্রাজিল জাতীয় দল ও ভিনিসিয়াসের সঙ্গে বৈঠকের পর ফিফা সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো বলেছিলেন, ‘ফুটবলে আর কোনো বর্ণবাদ থাকবে না।
:: শেখ মাহমুদুল হাসান নকিব

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়