যাত্রী কল্যাণ সমিতি : ২৭ জুন সরকারি ছুটি ঘোষণার দাবি

আগের সংবাদ

রাজশাহীতে নজীরবিহীন নিরাপত্তা

পরের সংবাদ

দৌলতপুর : যমুনায় রাইফেল হারালেন পুলিশ সদস্য

প্রকাশিত: জুন ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জে দৌলতপুরে বাঘুটিয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত যমুনা নদীতে অভিযানে গিয়ে রাইফেল হারিয়ে ফেলেছে এক পুলিশ সদস্য। হারিয়ে যাওয়া রাইফেল উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান চালাচ্ছে। গতকাল সোমবার বিকালে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দুপুরের দিকে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যমুনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ড্রেজার জব্দ করেন। এ সময় পুলিশ সদস্য আলামিনের হাত থেকে রাইফেল নদীতে পড়ে যায়। এখন খোঁজাখুঁজি চলছে।’
এ বিষয়ে আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. মুজিবর রহমান বলেন, ‘দুপুরের দিকে পুলিশের রাইফেল উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল কাজ শুরু করেছে।’ উদ্ধার কাজ তদারকি করছেন সহকারী পুলিশ সুপার মো. রাজিব হোসেন, শিবালয় সার্কেল অফিসার মারুফা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, সহকারী কমিশনার ভূমি অর্ণব মালাকার, দৌলতপুর থানার সাবেক ওসি মো. জাকারিয়া হোসেন, দৌলতপুর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা, ওসি (তদন্ত) রণজিৎ শাহা, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ।

এ বিষয়ে জানতে সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার ও দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্যার ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়