মশার লার্ভার ঘনত্ব পরিমাপ ও ম্যাপিং কার্যক্রম শুরু আজ

আগের সংবাদ

ভূ-রাজনীতির নতুন ক্ষেত্র ‘ব্রিকস’ : যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ, ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন মাত্রা

পরের সংবাদ

বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সভা : সাংবাদিক নাদিমের খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি

প্রকাশিত: জুন ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যায় জড়িত সব আসামিকে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার এসব কর্মসূচি পালিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-
বরগুনা : সাংবাদিক নাদিমের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বরগুনায় ৬টি সাংবাদিক সংগঠন মানববন্ধন করেছে। গত সকাল ১০টায় বরগুনা প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনসহ সুশীল সমাজের নেতারা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সঞ্জীব কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা কমিটির সভাপতি জাকির হোসেন মিরাজ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কাদের, লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, বরগুনা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মালেক মিঠু, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জয়দেব রায়, জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম টিটু মোল্লা, জেলা অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সুমন শিকদার প্রমুখ।
নেত্রকোনা : নেত্রকোনায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে গতকাল সকালে জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনত অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, স্থানীয় সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন দিলু, সাংবাদিক সুব্রত সরকার সুমন, আব্দুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা নাদিম হত্যাকারীদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জোর দাবি জানান।
রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দ প্রেস ক্লাবের আয়োজনে ক্লাবের সামনের সড়কে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জেলায় কর্মরত ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে এই হত্যাকাণ্ডের মূলহোতা বাবু চেয়ারম্যান ও তার ছেলেসহ অন্য আসাম্যিদের ফাসির দাবি জানানো হয় এবং দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট থানার ওসি ও এসপিকে প্রত্যাহারের দাবি জানানো হয়।
পাবনা : পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে প্রেস ক্লাবের আয়োজনে গতকাল দুপুরে মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত শতাধিক গণমাধম্য কর্মী অংশ নেন। প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সম্পাদক সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, সহসভাপতি মির্জা আজাদ, সাবেক সহসভাপতি কামাল আহম্মেদ সিদ্দিকী, সাবেক সম্পাদক আহম্মেদ-উল হক রানা, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সম্পাদক কাজী মহাবুব মোর্শেদ বাবলা, সাংবাদিক আখিনূর ইসলাম রেমন, রাজিউর রহমান রুমি, হুমায়ুন কবির তপু, জিকে সাদী, আবুল কামাল, রফিকুল ইসলাম সুইট প্রমুখ। পরিচালনা করেন মুস্তাফিজুর রহমান।
বক্তারা বলেন, দেশের সাহসী গণমাধ্যমকর্মীদের হত্যা করে সন্ত্রাসীরা তাদের অপকর্ম চালিয়ে যেতে চাইছে। দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমকর্মীদের হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে প্রকৃত সংবাদ সংগ্রহে বাধা প্রদান করার চেষ্টা করা হচ্ছে। সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কালো আইন বাতিলসহ সাংবাদিক নাদিম হত্যার প্রকৃত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বগুড়া : জেলার শেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা। গতকাল বেলা ১১টায় জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটির উদ্যোগে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার শেরপুর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম শফিক।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আবু মুসা। সংস্থার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সুজিত কুমার বসাক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম, শেরপুর থানা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হান্নান রোকন, বাধন কর্মকার কৃষ্ণ, কালেরকণ্ঠ শুভসংঘের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনু, সহসভাপতি মোস্তাফিজার রহমান মন্টু, সাংবাদিক শহিদুল ইসলাম শাওন, আবু রায়হার রানা, সেখ মঞ্জুরুল হক, উৎপল মালাকার, সৌরভ অধিকারী শুভ, বাদশা আলম, ওমর ফারুক, ইফতেখার আলম, রুহুল আমিন, মিল্লাত হোসেন, নাদিম মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন শেরপুর মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক।
সভায় বক্তারা সাংবাদিক গোলাম রব্বানী নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সেইসঙ্গে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়