জিএম কাদের : স্বাধীনতার ৫০ বছরেও দেশে সাংবাদিকতা অনিরাপদ

আগের সংবাদ

রাজশাহীতে লিটনকে টেক্কা দেয়ার মতো প্রতিদ্ব›দ্বী নেই

পরের সংবাদ

সারাদেশে আন্দোলন অব্যাহত : সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবি

প্রকাশিত: জুন ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ অব্যাহত রয়েছে। এজন্য দোষীদের শাস্তির দাবিতে গতকাল শনিবারও সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। এ সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট-
ব্রাহ্মণবাড়িয়া : বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করা হয়। মানববন্ধনে প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সমকালের স্টাফ রিপোর্টার এডভোকেট আব্দুন নুর, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ। এছাড়া মানববন্ধনে অংশ নেন সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যার মাস্টারমাইন্ড ইউপি চেয়ারম্যান বাবু ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছিলেন। কিন্তু সেই মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তা খারিজ করে দেন। কিন্তু মামলা খারিজের কয়েক ঘণ্টার মধ্যেই চেয়ারম্যান বাবু নিজে উপস্থিত থেকে সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে হত্যা করে।
ময়মনসিংহ : সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে ময়মনসিংহের সাংবাদিক সমাজ। দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও উপজেলা প্রেস ক্লাবগুলোতে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।
এ সময় নেতারা সাংবাদিক নাদিম হত্যা মামলাটি বিশেষ আদালতে পাঠিয়ে দ্রুত সময়ে বিচার নিষ্পত্তির দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ দাবি আদায়ে আবারো রাজপথে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে ১০টি সংগঠনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সংগঠনগুলো হচ্ছে- ময়মনসিংহ প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, রিপার্টার্স ইউনিটি, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশন, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক বহুমুখী সমবায় সমিতি, সাংবাদিক ক্রীড়া চক্র, ক্যামেরাপার্সন জার্নালিস্ট এসোসিয়েশন ও আলোকচিত্র শিল্পী সংসদ। মানববন্ধনে সাংবাদিক নেতারা আরো বলেন, ইতোমধ্যে নাদিম হত্যার মূলহোতা ও নির্দেশদাতা জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করায় প্রশাসনের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি।
এদিকে একই ইস্যুতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ময়মনসিংহের নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গফরগাঁও, ত্রিশাল ও ভালুকা উপজেলা প্রেস ক্লাব।
নোয়াখালী : বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নোয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন নোয়াখালীতে কর্মরত সাংবাদিকরা। প্রতিবাদ সমাবেশে একাত্তর টিভির নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সাবেক সহসভাপতি শাহ এমরান সুজন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ কামরুল, এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু, নোয়াখালীর টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, দৈনিক দিশারী সম্পাদক আকাশ মো. জসিম, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ফয়জুল ইসলাম জাহান প্রমুখ। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলায় কর্মরত স্থানীয় পত্রিকার সম্পাদক, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
কুমিল্লা : ‘সরকারের কাছে অনুরোধ করব, সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন। না হয় আইন করে সাংবাদিকতা বন্ধ করে দিন। সাংবাদিকরা আজ সবচেয়ে অসহায়। তাদের জীবনের নিরাপত্তা নেই, সন্তানদের পেটে ভাত জোটে না। কথায় কথায় সাংবাদিক হত্যা, গায়ে হাত তোলা বন্ধ করতে হবে।’ সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শনিবার বেলা ১১টায় কুমিল্লা প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা এসব কথা বলেন।
এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিকের সভাপতিত্বে সিটিভি নিউজ কুমিল্লার সম্পাদক ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন বাংলানিউজ টোয়েন্টিফোরের কুমিল্লা ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট তৈয়বুর রহমান সোহেল, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কুমিল্লা প্রতিনিধি অশোক বড়–য়া, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের কুমিল্লা প্রতিনিধি এম ফিরোজ মিয়া, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, একাত্তর টিভির কুমিল্লা প্রতিনিধি এনামুল হক ফারুক, দেশ রূপান্তরের কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, সময় টিভির বাহার রায়হান, ডেইলি স্টারের কুমিল্লা প্রতিনিধি খালিদ বিন নজরুল, মাই টিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, দৈনিক বাংলার কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, গ্রেটার কুমিল্লার সম্পাদক এমদাদুল হক সোহাগ, বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু প্রমুখ।
উপস্থিত ছিলেন প্রথম আলোর ফটোসাংবাদিক এম সাদিক, সমকালের ফটোসাংবাদিক এন কে রিপন, এশিয়ান টিভির কুমিল্লা প্রতিনিধি আজিজুল হক, রূপসী বাংলার স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, কালবেলার কুমিল্লা প্রতিনিধি আতিকুর রহমান, কুমিল্লার কাগজের বশিরুল ইসলাম, ঢাকা মেইলের কুমিল্লা প্রতিনিধি সাকলাইন যোবায়ের, দুর্নীতির সন্ধানের কুমিল্লা প্রতিনিধি ম্যাক রানা, দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাফি, জাগো নিউজের কুমিল্লা প্রতিনিধি জাহিদ পাটোয়ারী, আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার সোহাইবুল ইসলাম সোহাগ ও মোস্তাফিজুর রহমান, রাইজিংবিডির কুমিল্লা প্রতিনিধি রুবেল মজুমদার, বাংলা ট্রিবিউনের কুমিল্লা প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফ, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন, সদস্য আলমগীর হোসেন, এসএটিভির রাজিব সাহা, চেতনায় একাত্তরের মাইনুল হক স্বপন, যমুনা টিভির ক্যামেরা পার্সন কামরুল ইসলাম, ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সদস্য আল আমিন কিবরিয়া, হাসিবুল ইসলাম সজিব, পথিকৃৎ কুমিল্লার সাইফ ও সোনালী নিউজের রাফি।
কুমারখালী (কুষ্টিয়া) : কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালী বাসস্ট্যান্ডসংলগ্ন গোলচত্বর এলাকায় বেলা ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- এশিয়ান টিভি ও দেশ রূপান্তরের কুমারখালী প্রতিনিধি কে এম আর শাহিন, চ্যানেল এস ও কালবেলা পত্রিকার কুমারখালী প্রতিনিধি মনোয়ার হোসেন, বাংলা টিভির কুমারখালী ও খোকসা প্রতিনিধি এম এ উল্লাস, দৈনিক সমকালের কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, দৈনিক ভোরের ডাকের কুমারখালী প্রতিনিধি মোশারফ হোসেন। কুমারখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) : শ্রীনগর প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মো. আরিফ হোসেনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, সাবেক সভাপতি মো. আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের শ্রীনগর উপজেলা সংবাদদাতা শাহ আলম ইসলাম নিতুল। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর প্রেস ক্লাবের সব সদস্য ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়