সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করে বিপাকে ভুক্তভোগীরা

আগের সংবাদ

উন্নয়ন ও প্রত্যাশায় ফারাক অনেক : ক্লিন সিটি খ্যাত রাজশাহীর মানুষ অনেক সেবা পান না

পরের সংবাদ

সুপ্রিম কোর্টের অবকাশকালীন ৮ বেঞ্চ গঠন

প্রকাশিত: জুন ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটিতে বিচার কাজ পরিচালনার জন্য হাইকোর্টের আটটি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধান বিচারপতির নির্দেশনা সংক্রান্ত নোটিস সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটিসহ আগামী ২২ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালতের উভয় (হাইকোর্ট ও আপিল) বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনা করবে অবকাশকালীন বেঞ্চ।
সুপ্রিম কোর্টের নোটিসের তথ্যমতে, বিভিন্ন বিচারিক এখতিয়ার সম্পন্ন আটটি অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে। এর মধ্যে তিনটি একক বেঞ্চ। পাঁচটি দ্বৈত বেঞ্চ। আগামী ২২ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত এসব বেঞ্চে হাইকোর্ট বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি শুনানি ও নিষ্পত্তি করা হবে বলে নোটিসে জানানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়