সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করে বিপাকে ভুক্তভোগীরা

আগের সংবাদ

উন্নয়ন ও প্রত্যাশায় ফারাক অনেক : ক্লিন সিটি খ্যাত রাজশাহীর মানুষ অনেক সেবা পান না

পরের সংবাদ

ভারি বৃষ্টিপাত : জগন্নাথপুরে ঝুঁকিতে নলজুর নদীর ডাকবাংলো ব্রিজ

প্রকাশিত: জুন ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : জগন্নাথপুরে ২-৩ দিনের টানা ভারি বৃষ্টিপাতে নদ-নদী, হাওড় ও খাল-বিলের পানি বেড়েছে। সেই সঙ্গে স্র্রোতে ভেসে আসা কচুরিপানা নলজুর নদীর ওপর অবস্থিত ডাকবাংলো ব্রিজের নিচে স্তূপ হয়ে থাকায় পানি চলাচল ব্যাহত হয়। এ কারণে জগন্নাথপুর পৌর শহরের মধ্য দিয়ে প্রবাহিত নলজুর নদীর ওপর অস্থায়ীভাবে মেরামত করা ডাকবাংলো ব্রিজটি এখন ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোনো সময় এটি দেবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়াসহ দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ২০২২ সালের এপ্রিল মাসে জগন্নাথপুর পৌর শহরের নলজুর নদীর ওপর নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ব্রিজটি দেবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকাবাসী জানায়, নলজুর নদীর ওপর এরশাদ সরকারের আমলে নির্মিত হয় দুটি ব্রিজ। এর মধ্যে শহীদ মিনার সংলগ্ন ব্রিজটি এলাকাবাসীর অর্থায়নে কাজ শুরু করলে পরবর্তীতে সরকারি অর্থায়নে নির্মাণকাজ সম্পন্ন হয়। জগন্নাথপুর উপজেলা পরিষদ সংলগ্ন ব্রিজটি ঝুঁকিপূর্ণ ও সরু হওয়ায় এটি ভেঙে নতুন ব্রিজ নির্মাণের কাজ চলমান রয়েছে। যার ফলে বিকল্প রাস্তা দিয়ে জনসাধারণ ও যানবাহন চলাচলের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। ডাকবাংলো ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেলে পৌর কর্তৃপক্ষের উদ্যোগে প্রায় ৬ মাস পর স্টিলের পাটাতন দিয়ে ব্রিজটি সচল করে দেয়া হয়। সেই থেকে এ ব্রিজ দিয়ে জনসাধারণ ও যানবাহন চলাচল করছে। বর্তমানে ব্রিজটি ঝুঁকিপূর্ণ থাকায় যানবাহন চলাচল হুকমির মুখে পড়েছে। জরুরি ভিত্তিতে ব্রিজটি মেরামত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়