সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করে বিপাকে ভুক্তভোগীরা

আগের সংবাদ

উন্নয়ন ও প্রত্যাশায় ফারাক অনেক : ক্লিন সিটি খ্যাত রাজশাহীর মানুষ অনেক সেবা পান না

পরের সংবাদ

কিশোরগঞ্জ : গ্যারেজে অগ্নিকাণ্ডে পুড়ল ৩৮ মিশুক ও অটোরিকশা

প্রকাশিত: জুন ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জে একটি অটোরিকশা গ্যারেজে অগ্নিকাণ্ডে ৩৮টি অটোরিকশা ও মিশুক পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে জেলা শহরের চরশোলাকিয়া বনানী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ভোরে গ্যারেজে আগুন দেখতে পেয়ে আমরা ৯৯৯ নম্বরে কল দিই এবং গ্যারেজ মালিক আরজু মিয়াকে জানাই। আরজু বলেন, আমি নিঃস্ব হয়ে গেলাম। গ্যারেজে থাকা ৩৮টি অটোরিকশা ও মিশুকের মালিকও নিঃস্ব হয়ে গেছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বলেন, ভোর ৫টার দিকে খবর পেয়ে ৪টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট কাজ করে আগুন নেভায়। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। অটোরিকশা ও মিশুক পুড়ে ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়