সংসদে বিল উত্থাপন : আমানত সুরক্ষা ট্রাস্ট তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক

আগের সংবাদ

খুলনা-বরিশালে ‘উন্নয়ন’ ম্যাজিক : খুলনার উন্নয়ন ভাবনা ও ব্যক্তি ইমেজেই খালেকের বাজিমাত

পরের সংবাদ

বাউফলের প্রশাসনিক পুনর্গঠন জরুরি

প্রকাশিত: জুন ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

১৭৯০ সালে লর্ড কর্নওয়ালিশ ভারত শাসন সংস্কার আইনে বাকেরগঞ্জ জেলাকে ৫৪৪ বর্গকিলোমিটার আয়তনবিশিষ্ট বাউফল থানা করেন। ২৭-০৩-১৮৬৭ সালে কলকাতা গেজেটে বাউফলসহ ৪টি থানা নিয়ে পটুয়াখালী মহকুমা সৃষ্টি হয়। পরবর্তী সময়ে বৃহত্তর বাউফলের বহরমপুর, বাঁশবাড়িয়া ও বৃহত্তর গলাচিপার ৪টি ইউনিয়ন নিয়ে ১৯৭৯ সালে দশমিনা থানা গঠিত হলে আয়তন হয় ৪৮৭ বর্গকিলোমিটার এবং ১৯৮৩ সালে ২ থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। ১ জানুয়ারি ২০১২ সালে চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা ও শশীভূষণ থানা আত্মপ্রকাশ করলেও দক্ষিণ আইচা ভেঙে ২০ নভেম্বর ২০১৭ সালে দুলারহাট থানা প্রতিষ্ঠিত হয়। বিশাল আয়তন ও লোকসংখ্যা নিয়ে গঠিত বৃহত্তর বাউফল উপজেলা পুনর্গঠন জরুরি। তাই আদাবাড়িয়া ইউনিয়নের আদাবাড়িয়া, মাধবপুর, দক্ষিণ ল²ীপুর, উত্তর ল²ীপুর নিয়ে আদাবাড়িয়া ইউনিয়ন, আতসখালী, মহাশ্রাদ্ধী, কাশিপুর, সাপলেজা নিয়ে আতসখালী ইউনিয়ন। বগা ইউনিয়নের বামনীকাঠী, চাবুয়া, চন্দ্রপাল, ধাউরাভাঙ্গা, কৌখালী, সন্ন্যাসীকান্দা, মাধবপুর, পশ্চিম কায়না নিয়ে বগা ইউনিয়ন, সাবুপুরা, রাজনগর, শাপলাখালী নিয়ে সাবুপুরা ইউনিয়ন। কনকদিয়া ইউনিয়নেয় কনকদিয়া, বীরপাশা, আমিরাবাদ নিয়ে কনকদিয়া ইউনিয়ন, আয়লা, বউলতলী, ঝিলনা, কলতা, কাঠিকুল, কুম্ভখালী, নারায়ণপাশা নিয়ে ঝিলনা ইউনিয়ন। বগা ইউনিয়ন ও কনকদিয়া ইউনিয়নের বগা, বানাজোরা, রাজনগর, হোগলা নিয়ে বগা পৌরসভা। কাছিপাড়া ইউনিয়নের কাছিপাড়া, চররঘুনাথদি, পাকডাল নিয়ে কাছিপাড়া ইউনিয়ন, কারখানা, অমরখালী, ছত্রকান্দা, মান্দারবন, দেওপাশা, আনারসিয়া নিয়ে কারখানা ইউনিয়ন। ধুলিয়া ইউনিয়নের আলগী চাঁদকাঠী, চাঁদকাঠী, চরচাঁদকাঠী, উত্তর হোসনাবাদ, ধুলিয়া নিয়ে ধুলিয়া ইউনিয়ন, ঘুরচাকাঠী বাসুদেবপাশা, চরবাসুদেবপাশা, নতুন চরবাসুদেবপাশা, মঠবাড়িয়া, আদাবড়াল, তেঁতুলিয়া, ঘুরচাকাঠী, চরতাবলীগ নিয়ে ঘুরচাকাঠী ইউনিয়ন। মমিনপুর, চরমমিনপুর, ফাজিরপুর নিয়ে মমিনপুর ইউনিয়ন। ভরিপাশা, জাফরাবাদ, চরহেদায়েত আলী, চরইশান নিয়ে ভরিপাশা ইউনিয়ন। সূর্যমণি ইউনিয়নের সূর্যমণি, নারায়ণপুর, পাঙ্গাশিয়া, মিঠাপুকুরিয়া, গাজীমাঝি, কালিকাপুর, সানেশ্বর, গোয়ালীডাঙ্গা নিয়ে সূর্যমণি ইউনিয়ন, ইন্দ্রকুল, রামনগর নিয়ে ইন্দ্রকুল ইউনিয়ন। দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া, বাহির দাসপাড়া, খাজুরবাড়িয়া নিয়ে দাসপাড়া ইউনিয়ন, নওমালা ইউনিয়নের বটকাজল, নিজ বটকাজল, ভাংগ্রা নিয়ে বটকাজল ইউনিয়ন, দাসপাড়া ইউনিয়ন ও নওমালা ইউনিয়নের চরআলগী, নওমালা, মৈশাদী নিয়ে নওমালা ইউনিয়ন। মদনপুর ইউনিয়নের মদনপুর, চন্দ্রপাড়া, রামলক্ষণ হাওলা নিয়ে মদনপুর ইউনিয়ন, বাউফল ইউনিয়নের বিলবিলাস, আলীপুরা, জৌতা, বাউফল, দক্ষিণ হোসনাবাদ নিয়ে বাউফল ইউনিয়ন, বাউফল ইউনিয়ন ও মদনপুর ইউনিয়নের দ্বিপাশা, মাঝপাড়া, গোসিঙ্গা, কায়না নিয়ে গোসিঙ্গা ইউনিয়ন। কালাইয়া ইউনিয়নের কালাইয়া, দিয়ারা কচুয়া, নিয়ে কালাইয়া ইউনিয়ন, কালাইয়া, বড় ডালিমা, দাসপাড়া, খাজুরবাড়ীয়া নিয়ে কালাইয়া পৌরসভা, কর্পুরকাঠী, শৌলা, চরশৌলা, বাজেস›দ্বীপ, চরমোয়াজ্জেম, চরব্লান্ডি নিয়ে কর্পুরকাঠী ইউনিয়ন, নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর তাতেরকাঠী, সুলতানাবাদ তাতেরকাঠী, রামনগর তাতেরকাঠী, রায় তাতেরকাঠী, ছয়হিস্যা তাতেরকাঠী, নিজ তাতেরকাঠী, বাকলা তাতেরকাঠী, চরপাচখাজুরিয়া নিয়ে নাজিরপুর ইউনিয়ন, বড় ডালিমা, ছোট ডালিমা, ধানদি, নিমদি, চরধানদি, চরনিমদি, কচুয়া নিয়ে ডালিমা ইউনিয়ন, চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান, চররায়সাহেব, চরআলগী, চরকচুয়া, কিসমত পাঁচখাজুরিয়া, চরব্যারেট, চরওয়াডেল, দিয়ারা কচুয়া নিয়ে চন্দ্রদ্বীপ ইউনিয়ন, বাউফল পৌরসভা অপরিবর্তিত রাখা। বাউফল, বাউফল পৌরসভা, নওমালা, মদনপুরা, দাসপাড়া, নাজিরপুর, গোসিঙ্গা ইউনিয়ন নিয়ে বাউফল থানা পুনর্গঠন করা প্রয়োজন।

রিপন কুমার দাস : ট্রেড ইনস্ট্রাক্টর
ডোনাভান মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালী।
[email protected]

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়