শাহজালালে ১২ কোটি টাকার কোকেনসহ ভারতীয় গ্রেপ্তার

আগের সংবাদ

খুলনায় খালেকের হ্যাটট্রিক, বরিশালে খোকন : খুলনায় শান্তিপূর্ণ ভোট, উপস্থিতি কম > তালুকদার আবদুল খালেক ১,৫৪,৮২৫ ভোট, আবদুল আউয়াল ৬০,০৫৪ ভোট

পরের সংবাদ

‘গ্লাডিয়েটর-২’ শুটিং সেটে বিস্ফোরণ

প্রকাশিত: জুন ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১২, ২০২৩ , ১২:২৯ পূর্বাহ্ণ

মরক্কোয় হলিউডি সিনেমা ‘গ্লাডিয়েটর ২’-এর স্টান্ট দৃশ্যের শুটিংয়ের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শুটিং সেটের অন্তত ১০ জন সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জন কিছু দগ্ধ হলেও তাদের হাসপাতালে ভর্তি হতে হয়নি। বাকিরা হাসপাতালে ভর্তি আছেন। তবে সবার অবস্থাই স্থিতিশীল। প্রত্যক্ষদর্শী একজন বলেন, ‘হঠাৎ দেখি আগুনের একটি বিশাল বল মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে এবং ওই আগুনের হলকায় কয়েকজন আহত হন। আমার দীর্ঘ অভিজ্ঞতায় এত ভয়ংকর দুর্ঘটনা দেখিনি।’ তবে কবে ওই দুর্ঘটনা ঘটেছে তা জানায়নি প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট পিকচার্স। এক বিবৃতিতে প্যারামাউন্ট জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। শুটিং ফের শুরুর পর সব ধরনের সতর্কতা নেয়ারও নিশ্চয়তা দিয়েছে প্রতিষ্ঠানটি। রোমান সাম্রাজ্যের পটভূমিতে নির্মিত এক ঐতিহাসিক মহাকাব্যিক সিনেমা ‘গ্লাডিয়েটর’ পর্দায় আসে ২০০০ সালে। সে সময় সাড়া তোলা ওই সিনেমাটি পরিচালনা করেন নির্মাতা স্যার রিডলি স্কট। যা কেবল দর্শক জনপ্রিয়তাই পায়নি, বাফটা, গোল্ডেন ক্লাবসহ পাঁচ ক্যাটাগরিতে জিতে নেয় অস্কার পুরস্কার। সে সময় গ্লাডিয়েটর বক্স অফিসে আয় করেছিল প্রায় ৪৫৭ মিলিয়ন ডলার। এবারের সিরিজটির পরিচালনা স্কটই করছেন, লিখেছেন চিত্রনাট্যও এবং প্রযোজক টিমেও নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের এই পরিচালক। এই সিক্যুয়েলেও রাসেল ক্রো অভিনয় করেছেন। যিনি ‘গ্লাডিয়েটরে’ ‘ম্যাক্সিমাস’ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার একাডেমি পুরস্কার পেয়েছিলেন। এছাড়া আরো আছেন পল মেস্কাল, পেড্রো প্যাসকেল, ডেনজেল ওয়াশিংটন এবং কনি নিলসনের মতো অভিনেতারা। তবে এখন পর্যন্ত সিক্যুয়েলের নাম ঠিক করা হয়নি। গ্লাডিয়েটরের সিক্যুয়েল মুক্তি পাবে আগামী বছর নভেম্বরে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়