পেঁয়াজ-সবজির দামে স্বস্তি, মাছ চড়া

আগের সংবাদ

ভোটের জন্য প্রস্তুত খুলনা কার ভাগ্যে ছিঁড়বে শিকে

পরের সংবাদ

১৩০ দেশ নিয়ে এবার ভারতে

প্রকাশিত: জুন ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

এবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজক দেশ হচ্ছে ভারত। প্রায় ২৭ বছর পরে আবার এই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকব আমরা। গত ৮ জুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে ঘোষণা করা হয়।
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার অর্গানাইজেশনের চেয়ারপারসন এবং সিইও জুলিয়া মোর্লে বলেন, “এই কথা ঘোষণা করার সময়ে আমি খুবই আনন্দিত। ৭১তম মিস ওয়ার্ল্ড ফাইনাল ভারতে অনুষ্ঠিত হবে। আমি প্রায় ৩০ বছর আগে এই দেশে প্রথমবার আসি। তারপর থেকেই ভারত আমার হৃদয়ে একটি বিশেষ স্থান অর্জন করেছে। আমরা বিশ্বের সঙ্গে এই দেশের অনন্য এবং বৈচিত্র্যময় সংস্কৃতি ভাগ করে নিতে বেশ উত্তেজিত। মিস ওয়ার্ল্ড লিমিটেড এবং পিএমই এন্টারটেইনমেন্ট মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাকে আকর্ষণী এবং দর্শনীয় করে তুলতে একসঙ্গে কাজ করবে।”মোরলি আরও বলেন যে, ১৩০ জন জাতীয় চ্যাম্পিয়ন তাদের নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন। উল্লেখ্য এর আগে দেশটি এখন পর্যন্ত ছয়টি মিস ওয়ার্ল্ড মুকুট জিতেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়