পেঁয়াজ-সবজির দামে স্বস্তি, মাছ চড়া

আগের সংবাদ

ভোটের জন্য প্রস্তুত খুলনা কার ভাগ্যে ছিঁড়বে শিকে

পরের সংবাদ

লন্ডনে শাড়ির প্রদর্শনী

প্রকাশিত: জুন ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

লন্ডন ডিজাইন মিউজিয়ামে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে কনটেম্পরারি শাড়ির প্রদর্শনী। পাশাপাশি একই সঙ্গে শাড়ি ড্রেপিং বিষয়ে ওয়ার্কশপ ও আলোচনা সভা হবে। এবারের শাড়ির এই উৎসব কিউরেট করেছেন মিউজিয়ামের প্রধান কিউরেটর প্রিয়া কাঞ্চানদানি।
তিনি বলেন, এই আয়োজনে ফাইনেস্ট শাড়িগুলো ডিজাইনার, শাড়ি পরিধানকারী আর ক্র্যাফটস পিপলের হাত ধরে একই ছাদের নিচে আসবে। বিভিন্নভাবে ড্রেপিংয়ের মাধ্যমে নান্দনিক সৌন্দর্য দর্শকদের সামনে নিয়ে আসার চেষ্টা থাকবে এখানে।
তিনি আরও বলেন, শাড়ি পরার চিরায়ত ব্যাকরণে বেশ কয়েক বছর ধরে পরিবর্তনের ঢেউ লেগেছে। শাড়ি গাউন, প্রি ড্রেপড শাড়ি দেখা যাচ্ছে। ম্যাটেরিয়ালেও হয়েছে আধুনিকায়ন। সুতা থেকে স্টিলে পৌঁছে গেছে। এই কঠিন উপাদান ব্যবহারে শাড়ি তৈরি অনুপ্রেরণা দিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়