পেঁয়াজ-সবজির দামে স্বস্তি, মাছ চড়া

আগের সংবাদ

ভোটের জন্য প্রস্তুত খুলনা কার ভাগ্যে ছিঁড়বে শিকে

পরের সংবাদ

দিল্লিতে বিজিবি-বিএসএফ শীর্ষ সম্মেলন শুরু আজ

প্রকাশিত: জুন ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

দেব দুলাল মিত্র : পার্বত্যাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিনের সদস্যরা ভারতের মিজোরাম রাজ্যের পাহাড়ে আত্মগোপন করেছে। সুযোগ বুঝে তারা বাংলাদেশে প্রবেশ করে হত্যাসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আবার মিজোরামে সটকে পড়ে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সহায়তায় কুকি চীনের কার্যক্রম দমন করতে চাইছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রবিবার থেকে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিজিবি- বিএসএফ ৫৩তম সীমান্ত সম্মেলনে বিজিবি পক্ষ থেকে এই সহায়তা চাওয়া হবে। একই সঙ্গে ভারতে আত্মগোপনে থাকা শতাধিক সন্ত্রাসীর একটি তালিকাও বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। বিজিবি সদর দপ্তরের একটি সূত্র জানায়, আত্মগোপন করা সন্ত্রাসীদের ধরিয়ে দেয়ার জন্য সীমান্ত সম্মেলনে বিএসএফের কাছে সহায়তা চাওয়া হবে। তালিকায় মাদক ব্যবসায়ী, চোরকারবারি এবং আরাকান কেন্দ্রিক জঙ্গি সংগঠন আরাকান আর্মি, বান্দরবান-রাঙ্গামাটি কেন্দ্রিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিনের ক্যাডার বাহিনীর নাম রয়েছে। কুকি-চিনের আত্মগোপন থাকা প্রধান নেতা নাথান বমের নামও রয়েছে ওই তালিকায়।
ভারতের নয়াদিল্লিস্থ বিএসএফ চাওলা ক্যাম্পে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৩তম সীমান্ত সম্মেলনে দুই দেশের সীমান্ত নিয়ে আলোচ্যসূচিতে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি করা, আহত করার বিষয়টি গুরুত্ব পাবে। এ বিষয়ে দুই দেশের সীমান্তে সহিংস ঘটনা রোধ ও সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নিয়ে আসার জন্যে অতিরিক্ত পর্যবেক্ষণের কথা উত্থাপন করা হবে। বাংলাদেশি নাগরিকদের অপহরণ, আটক, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম, অস্ত্র ও গোলা-বারুদ পাচার, জাল নোটের লেনদেন, সীমান্তের অপর প্রান্ত থেকে বাংলাদেশে ফেনসিডিলসহ মাদক চোরাচালান বন্ধ, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক নির্মাণকাজ, উভয় দেশের সীমান্তে নদীর তীর সংরক্ষণ কাজে সহায়তা এবং উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বাড়ানোর উপায় নিয়ে বৈঠকে আলোচনা হবে।
বিজিবির একজন শীর্ষ কর্মকর্তা জানান, বাংলাদেশের মাটি সন্ত্রাসীদের ঘাঁটি হিসাবে ব্যবহারের কোনো সুযোগ নেই। আমাদের সেনাবাহিনী এ ব্যাপারে পাহাড়ে পাহাড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। সীমান্তরক্ষী বাহিনী হিসাবে বিজিবিও সেনাবাহিনীর সঙ্গে অভিযানে অংশ নিচ্ছে। বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন আমাদের সীমান্ত সড়ক নির্মাণ কাজে বাধা দেয়ার চেষ্টা করছে। যেভাবেই হোক সেনাবাহিনী এই সীমান্ত সড়ক নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সীমান্ত সড়ক নির্মাণকাজ সম্পন্ন হলে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় দুই দেশের মধ্যে চোরাকারবারি, মাদক ব্যবসায়ী, বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সন্ত্রাসীদের আনাগোনা বন্ধ হবে।
এদিকে, বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়েছে, সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানের নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল গতকাল শনিবার দুপুরে ভারতের নয়াদিল্লীতে পৌঁছেছে। নয়াদিল্লীতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধি দলকে স্বাগত জানান বিএসএফ মহাপরিচালক ড. সুজয় লাল থাওসেন। সম্মেলনে বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ১০ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশ নেবে। আগামী ১৪ জুন সকালে ‘যৌথ আলোচনার দলিল’ স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়