পেঁয়াজ-সবজির দামে স্বস্তি, মাছ চড়া

আগের সংবাদ

ভোটের জন্য প্রস্তুত খুলনা কার ভাগ্যে ছিঁড়বে শিকে

পরের সংবাদ

চট্টগ্রামে স্মরণসভা : নতুন প্রজন্মকে পঙ্কজ ভট্টাচার্যের জীবনাদর্শ অনুসরণের তাগিদ

প্রকাশিত: জুন ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : শোষণ, বৈষম্যমুক্ত, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন এ দেশের গণমানুষের নেতা পঙ্কজ ভট্টাচার্য। যে কোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে কখনো কুন্ঠাবোধ করেননি, কোনো রক্তচক্ষুকে ভয় করেননি। মন্ত্রী হয়ে ক্ষমতার স্বাদ নেয়ার অনেক সুযোগ ছিল, প্রস্তাব ছিল। কিন্তু ক্ষমতার মোহ কখনো তাকে টানতে পারেনি। তার মতো এমন ত্যাগী-সাহসী রাজনীতিবিদের চলে যাওয়া আমাদের সমাজে, রাজনীতিতে ও লড়াই করার জায়গাটিতে বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে। এ শূন্যতা পূরণ হবে না। তবে নতুন প্রজন্ম যদি তার মতো রাজনৈতিক ব্যক্তিত্বের জীবনাদর্শ থেকে কিছু শিখে দেশ গড়ার কাজে লাগাতে পারে সেটাই হবে আমাদের জন্য প্রাপ্তি।
চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে প্রয়াত ‘জননেতা পঙ্কজ ভট্টাচার্য নাগরিক স¥রণসভা কমিটি, চট্টগ্রাম’ এর উদ্যোগে আয়োজিত সভায় রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকরা এ অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, রাজনীতি যে শুধুই আত্মস্বার্থ আর ভোগবিলাস নয়, জীবন নিবেদিত অধ্যায় তার উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন জননেতা পঙ্কজ ভট্টাচার্য। স্মরণসভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত নাগরিকরা। শোকসংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী শীলা মোমেন। প্রয়াত-ত্যাগী এই রাজনীতিবিদের জীবনী পাঠ করে শোনান উদীচী শিল্পী গোষ্ঠীর সংগঠক শীলা দাশগুপ্ত। স্মরণসভা কমিটির আহ্বায়ক কবি-প্রাবন্ধিক আবুল মোমেনের সভাপতিত্বে ও সমন্বয়ক অশোক সাহার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন, প্রবীণ শ্রমিক নেতা আহসানুল্লাহ চৌধুরী, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত, শিক্ষাবিদ অধ্যাপক রনজিত কুমার দে, ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি তপন দত্ত, প্রবীণ রাজনীতিক আবু তাহের মাসু, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পরিবারের পক্ষ থেকে ডা. মানস বোস প্রমুখ।
বক্তারা বলেন, পঙ্কজ ভট্টাচার্য জীবনের শেষ পর্যন্ত লড়াই করেছেন অসীম সাহসে। ক্ষমতার মধু আহরণ করেননি কখনো। কোন রকম লোভাতুর আহ্বানেও সাড়া দেননি। পঙ্কজ ভট্টাচার্য ছিলেন আপাদমস্তক একজন প্রগতিশীল রাজনীতিবিদ। একসময় ছাত্র আন্দোলনের উজ্জ্বল জ্যোতিষ্ক পঙ্কজ ভট্টাচার্য সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সাহসী সংগ্রাম করেছেন। তিনি একাত্তরের বীর মুক্তিযোদ্ধা। তার দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন সময় শোষকগোষ্ঠী, প্রতিক্রিয়াশীল মহলের হামলা, অত্যাচার, জেল জুলুম-নিগ্রহ সব সয়েছেন। কিন্তু সংগ্রাম চালিয়ে গেছেন চরম ধৈর্য নিয়ে, এতটুকুও দমেননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়