পেঁয়াজ-সবজির দামে স্বস্তি, মাছ চড়া

আগের সংবাদ

ভোটের জন্য প্রস্তুত খুলনা কার ভাগ্যে ছিঁড়বে শিকে

পরের সংবাদ

কেবিন ক্রুদের লিঙ্গনিরপেক্ষ পোশাক

প্রকাশিত: জুন ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারলাইনস অবশেষে কর্মীদের জন্য লিঙ্গভিত্তিক পোশাকের নীতিমালা শিথিল করল। নতুন পোশাক নীতি অনুসারে, পুরুষ কর্মীরা মেকআপ করতে পারবে ও লম্বা চুল রাখতে পারবেন। নারী কর্মীদের দায়িত্ব পালনকালে মেকআপের বাধ্যবাধকতা থাকবে না। হিলও পরতে হবে না। গত বছর কান্তাসকে চলমান পোশাক নীতি বাদ দেয়ার আহ্বান জানায় অস্ট্রেলিয়ার ট্রেড ইউনিয়ন। তাদের মতে, একবিংশ শতাব্দীর সঙ্গে এ ধরনের নিয়ম মানানসই নয়। এর আগে ভার্জিন আটলান্টিক লিঙ্গনিরপেক্ষ ইউনিফর্ম নীতি গ্রহণ করে। ফলে প্রতিদ্ব›িদ্ব এয়ারলাইনসগুলোর জন্য নীতি শিথিল সহজ হয়। এখন ফ্ল্যাট জুতা পরার পাশাপাশি নারী ও পুরুষ উভয় কর্মীই বড় ঘড়িসহ একই ধরনের গহনা পরবেন। নতুন নিয়মের আরেক অর্থ হলো পাইলট ও ফ্লাইট অ্যাটেনডেন্টসহ সব কর্মী চুল লম্বা রাখতে পারবেন। সেক্ষেত্রে পনিটেইল বা বেঁধে রাখতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়