পেঁয়াজ-সবজির দামে স্বস্তি, মাছ চড়া

আগের সংবাদ

ভোটের জন্য প্রস্তুত খুলনা কার ভাগ্যে ছিঁড়বে শিকে

পরের সংবাদ

কুড়িয়ে পাওয়া মর্টার শেল বিস্ফোরণে নিহত ২০

প্রকাশিত: জুন ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : সোমালিয়ায় কুড়িয়ে পাওয়া মর্টার শেল নিয়ে খেলার সময় তা বিস্ফোরণে ২০ জনের বেশি শিশু-কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫০ জনের বেশি। গত শুক্রবার দেশটির লোয়ার শাবেল অঞ্চলে মর্টার বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে। গতকাল শনিবার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লোয়ার শাবেলে মর্টার শেল বিস্ফোরণে হতাহতদের বেশিরভাগই শিশু ও কিশোর। নিহতদের অধিকাংশের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, সোমালিয়ায় একটি অবিস্ফোরিত মর্টার শেলের বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছে। লোয়ার শাবেলের যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে সেখানে শিশু ও কিশোররা খেলাধুলা করছিল। তাদের খেলাধুলা চলাকালীন হঠাৎ মর্টার শেলটির বিস্ফোরণ ঘটে।
ওই অঞ্চলের কোরিওলি জেলার উপকমিশনার আবদি আহমেদ আলী বলেছেন, রাজধানী মোগাদিশু থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণের কোরিওলি শহরের কাছে পরিত্যক্ত একটি মর্টার শেলের বিস্ফোরণ ঘটেছে। ‘হতাহতরা মর্টার শেলটি নিয়ে খেলছিল… পরে সেটি বিস্ফোরিত হয়। খেলাধুলায় অংশ নেয়া শিশু-কিশোরদের মধ্যে ২০ জন মারা গেছে এবং অন্যরা আহত হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা সরকার ও সাহায্য সংস্থাগুলোকে ওই এলাকা থেকে মাইন ও গোলাবারুদ পরিষ্কার করার জন্য অনুরোধ জানিয়েছি।’ স্থানীয় বাসিন্দারা বলেছেন, সোমালিয়ায় লড়াইরত বিভিন্ন গোষ্ঠী অনেক এলাকায় এ ধরনের মর্টার শেল পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে গেছে।
আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, কোরিওলি জেলার একটি ফুটবল মাঠে অক্ষত বিস্ফোরক ডিভাইস খুঁজে পেয়েছিল সেখানকার শিশু-কিশোররা। পরে সেটি নিয়ে খেলাধুলার করার সময় বিস্ফোরণ ঘটে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়