পেঁয়াজ-সবজির দামে স্বস্তি, মাছ চড়া

আগের সংবাদ

ভোটের জন্য প্রস্তুত খুলনা কার ভাগ্যে ছিঁড়বে শিকে

পরের সংবাদ

‘ইসলামের সঠিক পথে সমৃদ্ধ ও সুন্দর দেশ গড়তে হবে’

প্রকাশিত: জুন ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আশুলিয়ায় আনজুমানে আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্টের কেন্দ্রীয় আশরাফী কনফারেন্সে ক্বায়েদে মিল্লাত আলে রাসুল (সা.) আওলাদে গাউছে পাক সৈয়দ মাহমুদ আশরাফ আল আশরাফী আল জিলানী (মজিআ) বলেছেন, সৎকর্ম খেদমতে খালক্ব ও সঠিক আক্বিদা প্রচারের মাধ্যমে উন্নত সমৃদ্ধ শান্তির বাংলাদেশ গড়তে হবে। গত বৃহস্পতিবার বাদ জোহর ট্রাস্টের ব্যবস্থাপনায় জেলা প্রতিনিধির সমন্বয়ে অনুষ্ঠিত আশরাফী কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আগামী প্রজন্মকে বিভ্রান্ত মতবাদীর খপ্পর থেকে রক্ষা করতে ইসলামের সঠিক পথ অনুসরণের মাধ্যমে সমৃদ্ধ সুন্দর, উন্নত ও শান্তির বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
এডভোকেট মাহববুল আলম আশরাফীর সভাপতিত্বে কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন খলিফায়ে ক্বায়েদে মিল্লাত ডা. সুরায়েত রহমান রক্তিম আশরাফী। মুহাম্মদ নিয়াজুর রহমান কলিম আশরাফী, নিজামুদ্দিন আশরাফী, মাওলানা শাহরিয়ার আশরাফী, এডভোকেট দেলোয়ার হোসেন পাটোয়ারী আশরাফী, মুহাম্মদ রফিক আশরাফী, মুহাম্মদ ফারুক আশরাফী, ডাক্তার গোলাম গাউস আশরাফী, হাফেজ শওকত খান আশরাফি, মাওলানা ওবায়দুল্লাহ আশরাফী, বীর মুক্তিযোদ্ধা সোহরাব, মাওলানা গোলাম কাদির হীরা আশরাফী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক সৈয়দ মুনিরুল ইসলাম আশরাফী।
অনুষ্ঠান শেষে আল-জামেয়াতুল আশরাফীয়া ইজহারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীদের পবিত্র বুখারী শরীফের ছবক প্রদান করেন। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়