তারেক-জোবায়দার বিরুদ্ধে আরো তিন ব্যাংকারের সাক্ষ্য

আগের সংবাদ

বিপাকে রোহিঙ্গারা, বিপাকে বাংলাদেশ : ভূ-রাজনীতির গ্যাঁড়াকলে কমল খাদ্য সহায়তা > এক বেলা খাবারের জন্য মাথাপিছু বরাদ্দ কমে ৯ টাকা

পরের সংবাদ

রূপগঞ্জ : ফের গিয়ার গ্রুপের তাণ্ডবে আহত ৬

প্রকাশিত: জুন ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গিয়ার গ্রুপের সদস্যরা একটি বসতবাড়িতে হামলা ভাঙচুর লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই বাড়িতে থাকা একই পরিবারের ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে তারা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের খালপার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের খালপার এলাকার মহিন খান, মহিন খানের স্ত্রী টুম্পা বেগম, ছোট ভাই শাকিল, শাকিলের স্ত্রী সুমি বেগম, ও চাচি মনুফা আক্তার। আহত মহিন খান জানান, গত বৃহস্পতিবার বিকালে একদল কিশোর তার বাড়ি থেকে তার একটি মুরগি ধরে নিয়ে যায়। পরে তাদেরকে মুরগিটি নেয়ার বিষয়ে জিজ্ঞাসা করি। এসময় তারা ক্ষিপ্ত হয়ে চলে যায়। পরে রাতে শামীম, ইয়াসিন, নাদিম, সাত্তারসহ ৩০ থেকে ৪০ জন সদস্য দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার উপর হামলা চালায়। এসময় হামলাকারীদের বাধা দিতে গেলে স্ত্রী টুম্পা বেগম, ছোট ভাই শাকিল, শাকিলের স্ত্রী সুমি বেগম ও তার চাচি মনুফা আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় কয়েকজন এলাকাবাসী বলেন, আমরা কখনোই এসব বাহিনীর জন্য শান্তিতে থাকতে পারি না। আমাদের মেয়েদের ইভটিজিং, বাড়ি করার সময় চাঁদাসহ নানারকম নির্যাতন সহ্য করতে হয়। এদের প্রত্যেকের সুইচ গিয়ার নামক চাকু থাকে। আবার তারাই তাদের গ্রুপের নাম দিয়েছে গিয়ার গ্রুপ। এই গ্রুপের প্রধান মাসুম বিল্লাহ পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠান। জেলহাজতে থাকাকালীন সময়ে আমরা একটু শান্তিতে ছিলাম। কিন্তু কিছুদিন পরে জামিনে চলে আসে। এরপর থেকে ফের তাদের তাণ্ডব শুরু হয়। আমরা তাদের অত্যাচার থেকে মুক্তি চাই।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। রূপগঞ্জে কোনো বাহিনী থাকবে না। এদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়া হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়