নম্বর জালিয়াতির অভিযোগ : নজরুল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে হাইকোর্টে তলব

আগের সংবাদ

ভোটের হাওয়া কোন দিকে? বরিশালে চার প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস

পরের সংবাদ

মাগুরায় ২২শ তালের চারা রোপণ

প্রকাশিত: জুন ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মাগুরা প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে ২ হাজার ২শ তালের চারা রোপণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। গত সোমবার শুরু হয়ে গতকাল বৃহস্পতিবার এ কর্মসূচি শেষ হয়। গত সোমবার মাগুরা জেলা প্রশাসক মো. আবু বেগের সভাপতিত্বে তালগাছ রোপণের এ কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রিপরিষদের সচিব মো. মাহবুব হোসেন। জেলা প্রশাসক আবু নাসের বেগ বলেন, মাগুরা কৃষি প্রধান জেলা হওয়ায় বর্ষা মৌসুমে মাঠে কৃষিকাজ করার সময় কৃষকের জন্য বজ্রপাত প্রতিরোধক পরম বন্ধু হবে এই তালগাছ।

তিনি আরো বলেন, অবারিত সবুজের বিস্তীর্ণ ধানক্ষেত, মাঝখানে আঁকাবাঁকা মেঠোপথ, তার দুই পাশে মাথা উঁচু তালগাছ আমাদের আবহমান বাংলার প্রতিচ্ছবি হবে। বজ্রপাত প্রতিরোধের পাশাপাশি পরিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষা পাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়