গ্রিন ভয়েস : প্লাস্টিক ব্যবহার বন্ধের দাবিতে সাইকেল র‌্যালি

আগের সংবাদ

বাজেটে কেউ খুশি নয় : সাধারণ মানুষের ওপর করের বোঝা বেড়েছে, পূরণ হয়নি ব্যবসায়ীদের বেশিরভাগ দাবি

পরের সংবাদ

সুন্দরগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত: জুন ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গত সোমবার উপজেলা অডিটরিয়ামে দুর্নীতিবিরোধী বিতর্ক অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন ও সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়েছে।
উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৮টি শিক্ষা প্রতিষ্ঠান বিতর্কে অংশ নেয়। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ। বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন, আইসিটি প্রোগ্রামার কৃষ্ণ চন্দ্র সরকার, সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা।
পরে পুরস্কার বিতরণ উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাজান মিঞার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মণ্ডল, দুর্নীতি দমন কমিশনের রংপুর অফিসের উপসহকারী পরিচালক মমিন উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুর রশিদ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়