গ্রিন ভয়েস : প্লাস্টিক ব্যবহার বন্ধের দাবিতে সাইকেল র‌্যালি

আগের সংবাদ

বাজেটে কেউ খুশি নয় : সাধারণ মানুষের ওপর করের বোঝা বেড়েছে, পূরণ হয়নি ব্যবসায়ীদের বেশিরভাগ দাবি

পরের সংবাদ

শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে ৪ বসতঘর ছাই ক্ষতি ২০ লাখ

প্রকাশিত: জুন ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সুনামগঞ্জ ও শান্তিগঞ্জ প্রতিনিধি : শান্তিগঞ্জে আস্তমা এক বাড়িতে আগুন লেগে ৪টি বসতঘর ও ধানের ঘোলা পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিকরা। গত সোমবার রাতে উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা নোয়া বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সূত্রে জানা যায়, গত সোমবার রাত আড়াইটার দিকে আস্তমা গ্রামের নোয়াবাড়ীর মৃত মাহমদ আলীর ছেলে কবির আহমদ ও জাহির আহমদ, মৃত হেকিম উল্লাহের ছেলে সাজিদ মিয়া ও সহিদ মিয়ার টিনশেড বসতঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে গ্রাসবাসী ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যাওয়া ৪টি ঘরসহ আসবাবপত্র, তৈজসপত্র ও ৩০-৪০ হাজার টাকা পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারকে গ্রামবাসীর পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জিসান বলেন, খবর পেয়ে জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়