গ্রিন ভয়েস : প্লাস্টিক ব্যবহার বন্ধের দাবিতে সাইকেল র‌্যালি

আগের সংবাদ

বাজেটে কেউ খুশি নয় : সাধারণ মানুষের ওপর করের বোঝা বেড়েছে, পূরণ হয়নি ব্যবসায়ীদের বেশিরভাগ দাবি

পরের সংবাদ

টেকনাফে ২ কেজি আইসসহ যুবক আটক

প্রকাশিত: জুন ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি : টেকনাফে দুই কজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) মেহেদি হাসান (৩০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার আলুগোলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মেহেদি হাসান উপজেলার খানখার পাড়া এলাকার মো. নবী হোসেনের ছেলে।
লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, নাজিরপাড়া বিওপির আলুগোলা এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে দুটি টহল দল অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে মেহেদি হাসানের সন্দেহজনক ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মেহেদি মাদক পাচারের কথা স্বীকার করেন। তার দেয়া তথ্যমতে, কেওড়া বাগানের ভেতরে কালো পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় দুই কেজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।
তিনি আরো বলেন, আটক যুবককে জব্দকৃত আইসসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়