গণতন্ত্র মঞ্চের হুঁশিয়ারি : সমাবেশে বাধা দিলে পরিণতি ভালো হবে না

আগের সংবাদ

পাহাড় কাটার হিড়িক, দুই ফসলি জমির টপ সয়েল যাচ্ছে ভাটায়

পরের সংবাদ

সুবর্ণজয়ন্তীতে ‘সোলস’

প্রকাশিত: জুন ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : প্রতিষ্ঠার ৫০ বছরে পা রেখে বেশ কিছু নতুন পরিকল্পনা হাতে নিয়েছে দেশের অন্যতম ব্যান্ড ‘সোলস’। আজ দুপুরে ঢাকার অভিজাত একটি ক্লাবে লোগো উন্মোচনের মধ্য দিয়ে দলটির আগামী এক বছরের কর্মপরিকল্পনা জানাবেন ব্যান্ডটির অন্যতম সদস্য পার্থ বড়ুয়া। ব্যান্ড সূত্রে জানা গেছে, ধারাবাহিকভাবে আগামী এক বছরে ৫০টি গান শ্রোতাদের উপহার দেবে দলটি। যেখানে ৩০টি পুরনো গানের রিমেক থাকছে। আর ২০টি গান একেবারে নতুন। ৫০ বছরের সোলসকে এই প্রজন্মের শ্রোতাদের কাছে তুলে ধরতে এই পরিকল্পনাটি নেওয়া হয়েছে বলেও জানান সদস্যরা। গান প্রকাশের পাশাপাশি এই এক বছরে আরো বেশ কিছু বড় প্রজেক্ট হাতে নিচ্ছে সোলস। তারই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে আজ দুপুরে সংবাদ সম্মেলনে। সোলসের পথচলা শুরু ১৯৭৩ সালে চট্টগ্রামে। তবে সূত্রপাত হয়েছে তারও এক বছর আগে ১৯৭২। সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েক তরুণ ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠন করে। ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। এরপর আর থেমে থাকতে হয়নি দলটিকে। বরং এই দলটি হয়ে ওঠে ব্যান্ড তারকা তৈরির কারখানা হিসেবে। যে দলের গান চট্টগ্রাম থেকে ছড়িয়ে পড়ে গোটা দেশে। ধারাবাহিকভাবে সোলসে যোগ দেন নকীব খান, পিলু খান, তপন চৌধুরী, নাসিম আলী খান, আইয়ুব বাচ্চু, রনি বড়ুয়া, নেওয়াজ, পার্থ বড়ুয়াসহ অনেকে। এর মধ্যে নাসিম আলী খান ও পার্থ বড়ুয়া এখনো ‘সোলস’ এর পতাকা আগলে আছেন। সঙ্গে আছেন আহসানুর রহমান আশিক (ড্রামস), মীর শাহরিয়ার মাসুম (কিবোর্ড) ও মারুফ হাসান রিয়েল (বেজ গিটার)। ১৯৮২ সালে প্রকাশিত হয় সোলসের প্রথম অ্যালবাম ‘সুপার সোলস’। এটি ছিল দেশের ব্যান্ডসংগীতের ইতিহাসে অন্যতম জনপ্রিয় অ্যালবাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়