গণতন্ত্র মঞ্চের হুঁশিয়ারি : সমাবেশে বাধা দিলে পরিণতি ভালো হবে না

আগের সংবাদ

পাহাড় কাটার হিড়িক, দুই ফসলি জমির টপ সয়েল যাচ্ছে ভাটায়

পরের সংবাদ

বিটিএসের ১০ বছর

প্রকাশিত: জুন ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : বিশ্বের প্রায় সব দেশেই জনপ্রিয়তা রয়েছে দক্ষিণ কোরিয়ার পপ ব্যান্ড বিটিএসের। আগামী ১৩ জুন নিজেদের পথচলার ১০ বছর পূরণ করতে যাচ্ছে বিটিএস। ১০ম বছর পূর্তি উপলক্ষে আগামী ৯ জুন ‘টেক টু’ শিরোনামে একটি গান প্রকাশ করছে বিটিএস। গানটির প্রযোজনায় যুক্ত রয়েছেন সুগা, সুর করেছেন আরএম ও জে হোপ। বিটিএসের সদস্য হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন গায়ক জিমিন জাংকুক। ফিফা বিশ্বকাপের মতো আয়োজনের অফিসিয়াল থিম সং গেয়ে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন বিটিএসের সর্বকনিষ্ঠ এই সদস্য। এবার বিটিএস ভক্তদের জন্য বিশেষ করে জাংকুক ভক্তদের জন্য এলো দারুণ একটি খবর। নিজের প্রথম একক অ্যালবাম নিয়ে আসছেন তিনি। জাংকুকের অ্যালবামটি ১৪ জুলাই প্রকাশ করা হবে, এতে একটি ইংরেজি গানও থাকবে। বিষয়টি নিয়ে স্পষ্ট ঘোষণা না দিলেও ইঙ্গিত দিয়েছে বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক। এর আগে বিটিএসের জে হোপ, জিন, আরএম, জিমিন ও সুগা একক গান ও অ্যালবাম প্রকাশ করেছেন। এবার তাদের দলে যোগ দিলেন জাংকুকও। মূলত এ কারণেই তারা ব্যান্ড থেকে আপাতত বিরতিতে রয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়