‘প্রস্তাবিত বাজেট তামাকমুক্ত দেশ গড়ার অন্তরায়’

আগের সংবাদ

রাজনীতির ছায়ায় ব্যবসার জাল : জামায়াতের বাণিজ্যিক নেটওয়ার্ক দেশ জুড়ে বিস্তৃত, গোপনে চলছিল সাংগঠনিক কর্মকাণ্ড, এবার প্রকাশ্যে মাঠে নামার হুংকার

পরের সংবাদ

রৌমারী : নতুন কৃষিপ্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণ পেলেন কৃষকরা

প্রকাশিত: জুন ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় কুড়িগ্রামের রৌমারীতে কৃষকদের নতুন কৃষি প্রযুক্তি ব্যবহারের জন্য প্রশিক্ষণ দেয়া হয়েছে। গতকাল রবিবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ৫০ জন কৃষককে এই প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণের মূল লক্ষ কৃষকদের নতুন নতুন কৃষি প্রযুক্তি সম্পর্কে অবহিতকরণ, নতুন ফসলের জাত সম্প্রসারণ, চলতি আউশ ও আমন ধানের উৎপাদন বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহার, পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের মাধ্যমে প্রতি ইঞ্চি জায়গার জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ।
নতুন কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়নে মাঠ পর্যায়ে নতুন কৃষি প্রযুক্তি ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করার ক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এর ধারাবাহিকতা পর্যায়ক্রমে প্রান্তিক কৃষকদের প্রশিক্ষিত করার লক্ষ্যে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণার্থী কৃষকদের প্রশিক্ষণ গ্রহণ এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান তাদের নিজ নিজ এলাকায় চাষিদের মধ্যে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম তারেক মাহমুদ, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়