‘প্রস্তাবিত বাজেট তামাকমুক্ত দেশ গড়ার অন্তরায়’

আগের সংবাদ

রাজনীতির ছায়ায় ব্যবসার জাল : জামায়াতের বাণিজ্যিক নেটওয়ার্ক দেশ জুড়ে বিস্তৃত, গোপনে চলছিল সাংগঠনিক কর্মকাণ্ড, এবার প্রকাশ্যে মাঠে নামার হুংকার

পরের সংবাদ

দশমিনা : ৭০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

প্রকাশিত: জুন ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : দশমিনায় তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৭০ হাজার মিটারেরও বেশি নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও মেরিন ফিশারিস কর্মকর্তা নাজমুল হাসানের নেতৃত্বে এবং নৌ পুলিশের সহায়তায় তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে চরগড়া, মশারি, বেহুন্দি ও কারেন্ট জালসহ ৭০ হাজার মিটারের বেশি নিষিদ্ধ জাল জব্দ করা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জালগুলো উপজেলার হাজীর হাট লঞ্চঘাট এলাকায় নিয়ে পুড়িয়ে ফেলা হয়। জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় আমাদের সবার সচেতন হতে হবে।

যারা নিষিদ্ধ জাল ব্যবহার করে দেশের মৎস্য সম্পদ ধ্বংস করবে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়