করমণ্ডল এক্সপ্রেস : চেন্নাইগামী ট্রেন দুর্ঘটনায় নিহত শতাধিক, বাংলাদেশি যাত্রী থাকার আশঙ্কা

আগের সংবাদ

দেয়াল

পরের সংবাদ

ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন : মেনস্ট্রæয়াল হাইজিন দিবস উপলক্ষে অভিনব উদ্যোগ

প্রকাশিত: জুন ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী হওয়া সত্ত্বেও এ দেশে নারীর জীবনের এক স্বাভাবিক সত্য পিরিয়ডকে ট্যাবু ভাবা হয়। এতে বাংলাদেশের ৭১ শতাংশ নারী পিরিয়ডকালীন পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে এখনো অসচেতন এবং প্রায় ৫০ শতাংশ নারী ন্যাপকিনের পরিবর্তে কাপড় ব্যবহার করে। তাই সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে পিরিয়ড নিয়ে ট্যাবু ভাঙতে এবার এক অভিনব উদ্যোগ নিয়েছে এমজিআইয়ের অন্যতম ব্র্যান্ড ‘ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন’। বিজ্ঞপ্তি
প্রতি বছর ২৮ মে মেনস্ট্রæয়াল হাইজিন ডে অর্থাৎ বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস পালিত হয়। এ বছর মেনস্ট্রæয়াল হাইজিন ডে উপলক্ষে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন পিরিয়ড নিয়ে ট্যাবু ভাঙতে একটি এক্সপেরিমেন্টাল এক্টিভেশন করে বিশাল আকৃতির হিউম্যান সাইজ স্যানিটারি ন্যাপকিন পাবলিক প্লেসে নিয়ে আসে।
মোহাম্মদপুর ও লালমাটিয়া গার্লস স্কুল, বাস, পার্ক, রাস্তায় হিউম্যান সাইজ স্যানিটারি ন্যাপকিন বসিয়ে দেখা হয়। নারী-পুরুষ নির্বিশেষে সবার কাছে জানতে চাওয়া হয় তারা ন্যাপকিনকে প্রকাশ্যে আনার বিষয়টিকে কীভাবে দেখছে। সচেতনতামূলক এই ক্যাম্পেইন, পিরিয়ড ট্যাবু ব্রেক করতে কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা করছেন।
সামাজিক বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন এর আগে হাজারীবাগ গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণসহ পিরিয়ডকালীন হাইজিনবিষয়ক কর্মশালার আয়োজন করে।
ভবিষ্যতে জনসচেতনতা বৃদ্ধিতে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন এমন আরো সচেতনতামূলক কাজ করতে চায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়