গ্রামীণ কল্যাণ : চাকরিচ্যুত শ্রমিকদের লভ্যাংশ দেয়ার রায়ে ৬ মাসের স্থিতাবস্থা

আগের সংবাদ

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

পরের সংবাদ

গাবতলীর নশিপুর ইউপির বাজেট ঘোষণা

প্রকাশিত: জুন ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীর নশিপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদার এ বাজেট ঘোষণা করেন। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ কোটি ৫২ লাখ ৯৭ হাজার ৩৩৮ টাকা। আর ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৭ হাজার ২০০ টাকা। উদ্বৃত্ত ১৪ লাখ ৯০ হাজার ১৩৮ টাকা। গতকাল বুধবার ইউপি কার্যালয়ে চেয়ারম্যান রোকন তালুকদারের সভাপতিত্বে এই উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। ইউপি সচিব জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে ছিলেন ইউপি মেম্বার ওবাইদুল হক, নজরুল ইসলাম, আব্দুর রহিম, আনজু মণ্ডল, রুমিয়া খাতুন প্রমুখ। সভা শেষে ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়