গ্রামীণ কল্যাণ : চাকরিচ্যুত শ্রমিকদের লভ্যাংশ দেয়ার রায়ে ৬ মাসের স্থিতাবস্থা

আগের সংবাদ

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

পরের সংবাদ

কসবা : বিদ্যুৎ টাওয়ারের ৪৭ ফুট উঁচুতে বসে ছিল যুবক

প্রকাশিত: জুন ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বাড়িখলা গ্রামে একটি বিদ্যুতের টাওয়ারে ৪৭ ফুট উঁচুতে অবস্থান করা এক যুবককে থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস।
নাছির নামে ওই যুবক নোয়াখালীর সেনবাগ থানার ইয়ারপুর গ্রামের সিরাজ বাবুর্চির ছেলে। তিনি গতকাল বুধবার দুপুরে ১৩৩ কেভি বোল্ড সঞ্চালন বৈদ্যুতিক সার্ভিসের ওপর উঠে বসে ছিলেন। আশপাশের লোকজন দেখে অনেক চেষ্টা করেও তাকে নামাতে ব্যর্থ হন। খরব পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল এহসান খান ও ফায়ার সার্ভিস টিমকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালালে নাছির টাওয়ারের ওপর থেকে সবাইকে আজান দিতে বলেন। এরপর তিনি আজান দিতে শুরু করেন। পরে বিকাল সাড়ে ৫টার দিকে তিনি নিজেই নেমে আসেন।
নাছির দাবি করেন, তিনি নিজের ইচ্ছায় নয় জিনের ইচ্ছায় এমনটা করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আমিমুল এহসান জানান, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসার পর তিনি স্বাভাবিক হন। নাছির কসবা থানা পুলিশের হেফাজতে আছেন বলে পুলিশ জানিয়েছে।
এর আগে নাছির আশুগঞ্জ ও আখাউড়া উপজেলায় বিদ্যুৎ টাওয়ারে উঠেছিলেন। এই নিয়ে কসবাসহ তিন স্থানে এমন ঘটনা ঘটিয়েছেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়