সিজার হত্যায় গ্রেপ্তার ৬ : অটোরিকশা ছিনতাই করা তাদের পেশা

আগের সংবাদ

বৃষ্টি ও জোয়ারের অপেক্ষায় হালদা নদীতে মাছের পোনা সংগ্রহকারীরা

পরের সংবাদ

চমক দেখাল নোলানের ‘ওপেনহেইমার’

প্রকাশিত: মে ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : প্রকাশ হলো ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ওপেনহেইমার’র ট্রেলার। জে. রবার্ট ওপেনহেইমারের জীবনী এবং বিশ্ব পরিবর্তনকারী ‘পারমাণবিক বোমা’ সৃষ্টির গল্প নিয়ে নির্মিত সিনেমাটি। তিন মিনিটের ট্রেলারটি প্রকাশের পরপরই বেশ প্রশংসিত হচ্ছে। সিনেমাটির সঙ্গে সংযুক্ত প্রধান নামগুলোর আভাস দেয়া হয়েছে ট্রেলারে। সেইসঙ্গে কিছু বিশ্ব ব্যক্তিত্ব, যেমন- আলবার্ট আইনস্টাইনের চরিত্রের এক ঝলক দেখা গেছে। ‘ওপেনহেইমার’ পারমাণবিক বোমার বিপ্লবী সৃষ্টি এবং এর উৎক্ষেপণের পরের গল্প বলবে দর্শকদের। ক্রিস্টোফার নোলানের সাম্প্রতিক কাজগুলোর মতোই ওপেনহেইমারেও বাস্তবিক শুটের ওপর ফোকাস করা হয়েছে। চলচ্চিত্র নির্মাতা পূর্বে ব্যাখ্যা করেছিলেন, ফিল্মটিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের দৃশ্যে কম্পিউটার নির্মিত গ্রাফিক্স এড়িয়ে চলা হয়েছে, যা ট্রেলারে ভক্তদের রীতিমতো অবাক করেছে। টানটান উত্তেজনাপূর্ণ ট্রেলারটি সিনেমাটির প্রতি কৌতূহল বহুগুণে বাড়িয়ে দিয়েছে। কাই বার্ড এবং মার্টিন জে শেরউইনের জীবনীমূলক বই ‘আমেরিকান প্রমিথিউস : দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহেইমার’র ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি। জে. রবার্ট ওপেনহেইমারের জীবনীর গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি ঘিরে ইতোমধ্যে বিশ্বজুড়ে দারুণ আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মাঝে। জে. রবার্ট ওপেনহেইমার ছিলেন আমেরিকান তাত্ত্বিক পদার্থবিদ, যিনি পারমাণবিক বোমার জনক হিসেবে স্বীকৃত।
সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পুগ, রবার্ট ডাউনি জুনিয়র, ম্যাট ড্যামনসহ আরো অনেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়