সিজার হত্যায় গ্রেপ্তার ৬ : অটোরিকশা ছিনতাই করা তাদের পেশা

আগের সংবাদ

বৃষ্টি ও জোয়ারের অপেক্ষায় হালদা নদীতে মাছের পোনা সংগ্রহকারীরা

পরের সংবাদ

গৌতম ঘোষের স্মৃতিতে সমরেশের ‘কালবেলা’

প্রকাশিত: মে ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : গত সোমবার বিকালে প্রয়াত হয়েছেন অনেক কালজয়ী উপন্যাসের স্রষ্টা সমরেশ মজুমদার। কিংবদন্তি এই সাহিত্যিকের মৃত্যুর খবরে শোক প্রকাশ করছেন সাধারণ পাঠক থেকে দুই বাংলার লেখকরাও। সমরেশের কালজয়ী উপন্যাস ‘কালবেলা’ অবলম্বনে সিনেমা ও সিরিয়াল দুটিই নির্মিত হয়েছে। পেয়েছে প্রশংসা। দুই মাধ্যমেই অনিমেষ, মাধবীদের জীবন্তরূপ দিয়েছেন নির্মাতা গৌতম ঘোষ। সমরেশের প্রয়াণে তাই এই মানুষটি একটু বেশিই বিচলিত! শুধু সমরেশের লেখা অবলম্বনে কাজ করার সুবাধে সম্পর্ক নয়, বয়সে বড় হলেও এই সাহিত্যিকের সঙ্গে বন্ধুত্বও ছিল গৌতমের। প্রয়াণের কথা শোনা মাত্রই তাই এই নির্মাতা স্মৃতিকাতর হলেন সমরেশের ‘কালবেলা’ নিয়ে। কেন তিনি সিনেমা কিংবা সিরিয়ালের জন্য ‘কালবেলা’ বেছে নিয়েছিলেন? এমন প্রশ্নের নিজেই উত্তর দেন গৌতম। এটি নিয়ে গৌতম বলেন, ‘আমার সঙ্গে তো শুধু ছবি করার সম্পর্ক নয়। দীর্ঘদিনের একটা সম্পর্ক। আমার থেকে বয়সে বড় হলেও বন্ধুর মতো মিশেছি সব সময়। সব রকমের বিষয় নিয়ে আলোচনাও করেছি। আমি কালবেলা নিয়ে চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিজ দুটিই করেছি। আমাকে দূরদর্শন থেকে বলা হয়েছিল যে আপনি কোনো একটি একাডেমি অ্যাওয়ার্ড জেতা উপন্যাস নিয়ে কাজ করুন। তখন আমি বললাম যে, আমি কালবেলা করব।’ আসলে কালবেলা হলো এমন একটি উপন্যাস যা বহু মানুষের জীবনের সঙ্গে মিশে যাবে- এমনটাই ভেবেছিলেন গৌতম। তার ভাষায়, ‘সেদিন এই উপন্যাসটিই বেছে নিয়েছিলাম। কারণ এত আমার যৌবনকালের ঘটনা। যেভাবে সমরেশ তার সৃষ্টি করে গিয়েছেন একে একে। এটা সময়ের একটা দর্পণ বলেও আমার মনে হয়। অন্যতম শ্রেষ্ঠ লেখকদের একজন চলে গেলেন। খুবই দুঃখের।’ নকশাল আন্দোলনের পটভূমিতে রচিত সমরেশ মজুমদারের ‘কালবেলা’। ২০০৯ সালে এই উপন্যাস থেকে একই নামে নির্মিত ‘কালবেলা’ চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পাওলী দাম। এছাড়া অভিনয় করেছেন সন্তু মুখোপাধ্যায়, সুনীল মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়