সিজার হত্যায় গ্রেপ্তার ৬ : অটোরিকশা ছিনতাই করা তাদের পেশা

আগের সংবাদ

বৃষ্টি ও জোয়ারের অপেক্ষায় হালদা নদীতে মাছের পোনা সংগ্রহকারীরা

পরের সংবাদ

‘এক প্রিয়র জন্মদিনে আরেক প্রিয়র মৃত্যু’

প্রকাশিত: মে ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : একদিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী, অন্যদিকে সমরেশ মজুমদারের প্রয়াণ, একদিনে এ দুটি ঘটনা দাগ কেটেছে অভিনেত্রী জয়া আহসানের মনে। প্রিয় এক সাহিত্যিকের জন্মদিনে জনপ্রিয় আরেক কথাসাহিত্যিকের চলে যাওয়া যেন মানতে পারছেন না তিনি, ফেসবুকে এক পোস্টে সেই বেদনার কথা লিখেছেন এই অভিনেত্রী। দুই সাহিত্যিকের ছবি শেয়ার করে মঙ্গলবার দুপুরে জয়া লিখেন, ‘এক প্রিয়র জন্মদিনের আলোতে আর এক প্রিয়র মৃত্যুর বেদনা বুকে বেজে চলেছে নিরন্তর। পৃথিবীর এই কালবেলায় সমরেশ মজুমদার এই পার্থিব পৃথিবী ছেড়ে চলে গেলেন। ২৫-এর সকালে আকাশজুড়ে তারই যেন অনুরণন। সৃষ্টিতে, সাহিত্যে এই দুই প্রিয়ই নিরন্তর যাতায়াত করে চলুন আজীবন, এই তো প্রাপ্তি, এখানে মৃত্যুর মহিমা শূন্য হয়ে আসে।’ সোমবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকীর ক্ষণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কথাসাহিত্যিক সমরেশ মজুমদার। ৮১ বছর বয়সি এই লেখক গত কিছু দিন ধরেই অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। তার ট্রিলজি উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ তরুণ বয়সে অনেককে স্বপ্নচারী করে তুলেছিল, তার সাতকাহনে উঠে দাঁড়ানোর প্রেরণা খোঁজেন অনেক নারী। ভারতের পশ্চিমবঙ্গের জন্ম নেয়া এই কথাসাহিত্যিকের সৃষ্টিকর্ম কিংবা দর্শন নিয়ে নানা সমালোচনা থাকলেও তার লেখা দুই বাংলায় ছিল সমান জনপ্রিয়। ফলে শোকের বাতাসও বইছে দুই বাংলাজুড়ে। জয়া আহসানের মতো চলচ্চিত্র অঙ্গনের অনেক তারকাই প্রিয় কথাসাহিত্যিকের মৃতুতে শোক প্রকাশ করেছেন। তার লেখা সংবলিত একটি পোস্টার শেয়ার করে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন ‘বিনম্র শ্রদ্ধা’। নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত লিখেছেন, ‘শ্রদ্ধা ও বিদায়। প্রিয় সাহিত্যিক সমরেশ মজুমদার।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়