আরাভ খানের অস্ত্র মামলার রায় ৯ মে

আগের সংবাদ

রাজধানীজুড়ে মশার রাজত্ব : ৪ ভাগ বাড়িতে এডিস মশা, বেশি দক্ষিণে, সমন্বিত কার্যক্রম চালাবে দুই সিটি

পরের সংবাদ

ডেপুটি স্পিকার : সংস্কৃতি চর্চার মাধ্যমে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে

প্রকাশিত: মে ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : যে জাতি যত বেশি সংস্কৃতির চর্চা করবে সে জাতি তত বেশি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তাই আমাদের বেশি বেশি সংস্কৃতি চর্চা করতে হবে। শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু একথা বলেন। গতকাল সোমবার সকাল ১০টায় শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়ির মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজাদপুর আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপসচিব রাজিব সরকার, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু প্রমুখ।

এ অনুষ্ঠানকে ঘিরে রবীন্দ্র কাছারি বাড়িতে রবীন্দ্র ভক্তদের ব্যাপক উপস্থিতি ছিল। কাছারি বাড়ি সাজ সজ্জায় সজ্জিত করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়