চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার স্বামী পলাতক

আগের সংবাদ

চ্যালেঞ্জ উত্তরণে সংস্কার জরুরি : বাংলাদেশের অর্থনীতিতে তিনটি প্রধান চ্যালেঞ্জ দেখছে আইএমএফ

পরের সংবাদ

সরিষাবাড়ী : পোগলদিঘা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশিত: মে ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত বাজেট সভায় ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক এ বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব আয় ৬০ লাখ ৭১ হাজার ৯৩৭ টাকা, রাজস্ব ব্যয় ৪৫ লাখ ৫৯ হাজার ২২৩ টাকা, উদ্বৃত্ত ১৫ লাখ ১২ হাজার ৭১৪ টাকা ধরা হয়।
এ ছাড়া উন্নয়ন আয় হিসেবে ৪ কোটি ৫১ লাখ ৫৭ হাজার ৬৪৫ টাকা, উন্নয়ন ব্যয় ২ কোটি ৬১ লাখ ১৩ হাজার ২৪৪ টাকা, উন্নয়ন উদ্ধৃত ১ কোটি ৯০ লাখ ৪৪ হাজার ৪০১ ঘোষণা করেন চেয়ারম্যান।
বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পোগলদিঘা ইউপি সচিব রফিকুল ইসলাম, ইউপি সদস্য আমির হোসেন মন, মোবারক আলী, কহিনুর মিয়া, লাল মিয়া, মহিলা ইউপি সদস্য নূরী বেগম প্রমুখ।
এ সময় ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বলেন, পোগলদিঘা ইউনিয়ন পরিষদের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেট পোগলদিঘা ইউনিয়ন পরিষদকে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়