চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার স্বামী পলাতক

আগের সংবাদ

চ্যালেঞ্জ উত্তরণে সংস্কার জরুরি : বাংলাদেশের অর্থনীতিতে তিনটি প্রধান চ্যালেঞ্জ দেখছে আইএমএফ

পরের সংবাদ

ভুল চিকিৎসায় মৃত্যু : স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন জরুরি

প্রকাশিত: মে ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। দেশে ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনা নতুন নয়। ভুল চিকিৎসায় কতজনের মৃত্যু ঘটছে এর সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক মৃত্যু ও প্রতিবন্ধিতার প্রধান ১০টি কারণের অন্যতম অনিরাপদ চিকিৎসাসেবা। প্রতি বছর নি¤œ ও মধ্যম আয়ের দেশগুলোতে ভুল চিকিৎসায় ১ কোটি ৩৪ লাখ দুর্ঘটনা ঘটে। এতে ২৬ লাখ মানুষের মৃত্যু হয়। এই পরিসংখ্যান উদ্বেগজনক। সর্বশেষ গত ১৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালে নাকের পলিপাসজনিত সমস্যা নিয়ে ভর্তি হন বুধল ইউনিয়নের চান্দিয়া গ্রামের ইশতিয়াক আহমেদ। ১৮ মার্চ রাতে অপারেশন করা হয়। কিন্তু অচেতন অবস্থা থেকে আর জ্ঞান ফেরেনি ইশতিয়াকের। রোগীর স্বজনের অভিযোগ, ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই গা-ঢাকা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনার সুষ্ঠু তদন্ত জরুরি বলে মনে করি। আমাদের দেশে কাঠামোগত ক্ষেত্রে বেশ পরিবর্তন হচ্ছে। খুব দ্রুত নগরায়ণ হচ্ছে। স্বাস্থ্যসেবার ব্যাপ্তি যেমন বেড়েছে, তেমনি চিকিৎসায় জনগণের খরচ বেড়েছে। মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম একটি হলো স্বাস্থ্যসেবা। দেশের মোট জনসংখ্যার বড় অংশই গ্রামে বসবাস করে। গ্রামের কৃষক ও হতদরিদ্র মানুষ তাদের চিকিৎসার জন্য নির্ভর করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর ওপর। কিন্তু এগুলো চিকিৎসকসহ নানা রকম সংকট ও অনিয়ম-অব্যবস্থাপনায় আক্রান্ত। তাই গ্রামীণ দরিদ্র মানুষগুলো প্রতিনিয়তই বঞ্চিত হচ্ছেন কাক্সিক্ষত চিকিৎসাসেবা থেকে। প্রত্যন্ত অঞ্চলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বড় সংকট হলো লোকবল ও চিকিৎসা সরঞ্জামাদির। আবার যে সরঞ্জামাদি আছে তারও সদ্ব্যবহার হয় না, যে লোকবল নিয়োজিত আছে তাদেরও কর্মস্থলে যথাযথ দায়িত্ব পালন নিশ্চিত হচ্ছে না। ভুল চিকিৎসা বা চিকিৎসায় অবহেলার শিকার ব্যক্তির স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কাছে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। তবে এ বিষয়টি জানা নেই অনেকের, নেই সচেতনতা। দুঃখজনক বাস্তবতা হলো- যারা অভিযোগ করেন, বিচারের আশায় তাদের কেটে যায় দীর্ঘ সময়। বিএমডিসিতে এ বিষয়ে অভিযোগের তালিকা দীর্ঘ হলেও নিষ্পত্তির ক্ষেত্রে দেখা যায় ধীর গতি। বিএমডিসি সূত্রে জানা যায়, গত ৫ বছরে ১২৭টি অভিযোগ জমা পড়লেও নিষ্পত্তি হয়েছে মাত্র ৩১টির। এর মধ্যে অভিযোগ প্রমাণিত হয়েছে ৭টির। এক্ষেত্রে শাস্তি হিসেবে বিভিন্ন মেয়াদে চিকিৎসকের নিবন্ধন স্থগিত করা হয়েছে। মাঝপথে টাকার বিনিময়ে সমঝোতা হয়েছে ১৪টির। চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগেও সর্বোচ্চ শাস্তির নজির নেই। বিশেষজ্ঞদের মতে, সঠিক রোগ নির্ণয় ও দক্ষতার অভাবেই সাধারণত ভুল চিকিৎসা হয়ে থাকে। কখনো কখনো ভুল ওষুধ সেবন, ক্ষতিকর ওষুধের মাত্রাতিরিক্ত ও দীর্ঘমেয়াদি ব্যবহার, নি¤œমানের ওষুধ, ভুল অস্ত্রোপচার এবং প্রতারকের খপ্পরে পড়ার ঘটনাও গণমাধ্যমে প্রকাশিত হয়ে আসছে। স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে সরকার ‘স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন, ২০২২’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে খসড়াটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। জনস্বার্থে এই আইনের প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি মনে করি। এ বিষয়ে অবিলম্বে সরকারকে পদক্ষেপ নিতে হবে। স্বাস্থ্য খাতে অনিয়ম-অব্যবস্থাপনা রোধ করতে ঊর্ধ্বতন মহলের নজরদারি দরকার। স্বাস্থ্য খাতের রূপরেখা নিয়ে এখনই ভাবতে হবে। অবহেলা বা ভুল চিকিৎসায় কোনো মৃত্যু দেখতে চাই না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়