নন্দীগ্রামে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

আগের সংবাদ

রাজস্ব আদায়ে তিন বাধা : ভঙ্গুর অর্থনীতি, কর আদায়ে বৈষম্য, কর অব্যাহতি

পরের সংবাদ

আবাহনী-মোহামেডান দ্বৈরথের মধ্য দিয়ে শুরু সুপার লিগ

প্রকাশিত: মে ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচে শক্তিশালী আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠে নামবে মোহামেডান ক্রিকেট ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। একই সময় ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ও বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স। সাভার বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অব রুপগঞ্জের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সুপার লিগের পাশাপাশি আজ থেকে শুরু হবে রেলিগেশন লিগও। যেখানে প্রথম ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে ঢাকা লেপার্ডস।
ডিপিএলের গ্রুপপর্বের খেলা শেষ হয়েছে ঈদের আগেই। সেখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ছয় দল নিশ্চিত করে সুপার লিগ। এরপর ঈদুল ফিতরের কারণে দীর্ঘ ছুটি পান ক্রিকেটাররা। সুপার লিগের ৬টি দল হলো- শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রুপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। সুপার লিগে প্রতিদিন তিনটি করে ম্যাচ হবে। তবে কোনো কারণে মাঠে খেলা না গড়ালে আছে রিজার্ভ ডে। প্রতিটি ম্যাচের পর থাকছে একদিন করে রেস্ট ডে।
এবারের আসরে শুরু থেকেই শিরোপার অন্যতম দাবিদার আবাহনী। গ্রুপপর্বেও খেলেছে দাপটের সঙ্গে। তবে শুরুটা ভালো হয়নি মোহামেডানের। একঝাঁক তারকা ক্রিকেটার দিয়ে দল সাজালেও জাতীয় দলে ব্যস্ত সূচি থাকায় খেলতে পারেননি সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ কিংবা রনি তালুকদারের মতো তারকারা। সুপার লিগেও তাদের খেলতে হবে তারকাদের ছাড়া। আইরিশদের বিপক্ষে সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে সাকিব-মিরাজরা। গ্রুপপর্বে মোহামেডানকে ৬ উইকেটে হারিয়েছিল আবাহনী। সাকিব-মিরাজরা না থাকায় আবাহনী বাড়তি সুবিধা পাবে কিনা এমন প্রশ্নের জবাবে আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন বলেন, ‘লিগের শুরু থেকে দেখে আসছি মোহামেডান যখন সাকিব ভাই, রনি তালুকদার, মিরাজকে ছাড়া খেলছে ওই সময় তাদের দল যেভাবে চেয়েছে সেভাবে ফল আসেনি। যদিও দলে রিয়াদ ভাইরা ছিল। সাকিব ভাইরা আসার পর দলের অবস্থান ভালোর দিকে গেছে এবং তারা সুপার লিগে উঠেছে। এখন তারা সুপার লিগেও মাঠে নামতে পারবেন না। এটা অবশ্যই তাদের জন্য অসুবিধা এবং আমাদের জন্য একটা বাড়তি সুবিধা। তবুও ছোট করে দেখার কিছু নেই। তাদের দলে এমন খেলোয়াড়ও আছে যারা একাই ম্যাচ জেতাতে পারে। আবাহনী-মোহামেডান মানেই একটি হাইভোল্টেজ ম্যাচ। আমি যখন ঢাকা লিগ শুরু করি তখন থেকেই দেখে আসছি। আমি নিজেও অনেকবার খেলেছি। আশা করছি সুপার লিগে সেই অনুভূতিটা থাকবে। এই ম্যাচে আমাদের আলাদা কোনো চাপ নেই। সুপার লিগে যে ছয় দল আছে তারা সবাই ভালো দল। সব দলেই ভালো খেলোয়াড় আছে। আমরা এখন পর্যন্ত টুর্নামেন্টে খুব ভালো খেলে আসছি, সেই আত্মবিশ্বাস তো আছেই। আমাদের জায়গা থেকে আমরা আশাবাদী।’
অপরদিকে মোহামেডানের অধিনায়ক ইমরুল কায়েসের ভাবনায় শুধু জয়। ম্যাচের আগে তিনি বলেন, ‘শুরুতে আমরা যেভাবে চার ম্যাচ হেরেছি আমাদের সুপার লিগ খেলার কথা ছিল না। আমরা যেভাবে কামব্যাক করেছি সেটা অনেক বড় কিছু। সাকিব-মিরাজের জায়গায় আমরা অন্যদের খেলাব। এটা নিয়ে এখন ভাবছি না। জয়ের মধ্যে থাকতে চাই। আমরা জয়ের জন্য খেলব প্রতিটি ম্যাচ।’
গ্রুপপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল শেখ জামাল। ১১ ম্যাচে ১০টিতেই জয় পায় তারা। আবাহনীর সঙ্গে পয়েন্ট সমান হলেও মুখোমুখি দেখায় জিতেছিল তারা। গতবারের চ্যাম্পিয়ন এবারো ট্রফি ধরে রাখতে চায়। মাঠে নামার আগে গতকাল তাদের কোচ সোহেল ইসলাম বলেন, ‘আমরা প্রথম রাউন্ড ভালো অবস্থায় শেষ করেছি। শেষবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমরা এখনো এটা নিয়ে চিন্তা করছি না। ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাব, ভালো খেলার চেষ্টা করব, শেষটা এমনিতে ভালো হবে।
আর ৫টা ম্যাচ মাত্র, একটু এদিক সেদিক হলে শেষ। তাই এত চিন্তা না করে আমাদের লক্ষ্য এখন প্রথম ম্যাচ জেতা।’
শেষ দল হিসেবে সুপার লিগ নিশ্চিত করা গাজী প্রæপ ক্রিকেটার্সের আশা সেরা চারে থাকা। দলের অধিনায়ক আকবর বলেন, ‘আমরা ছয় নম্বরে থেকে সুপার লিগ শেষ করেছি। আমাদের লক্ষ্য থাকবে এখন যেন সেরা চারে থাকতে পারি।’
লিজেন্ডস অব রুপগঞ্জ মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে প্রথম রাউন্ডে ১১ ম্যাচে ৮ জয়ে তৃতীয় স্থানে আছে। তাদের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ম্যাচের আগে দলটির ব্যাটিং কোচ তুষার ইমরান বলেন, ‘পরিকল্পনা তো আমরা দলীয়ভাবে করব। এভাবে বলা যায় না। আমাদের লক্ষ্য ঠিক করব ম্যাচ বাই ম্যাচ। আপাতত আমাদের লক্ষ্য প্রথম ম্যাচটা জেতা। এটা জিততে পারলে অনেক কিছু সহজ হয়ে যাবে।’
অন্যদিকে অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার নিয়ে দল গড়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে জাতীয় দলের সিরিজ থাকায় তাদের সবাইকে নিয়মিত পায়নি প্রাইম ব্যাংক। প্রথম রাউন্ডে ১১ ম্যাচে ৭ জয়ে তাদের অবস্থান চতুর্থ স্থানে। এরপরেও রুপগঞ্জের বিপক্ষে লড়তে প্রস্তুত তারা। দলটির অধিনায়ক মোহাম্মদ মিথুন। বলেন, ‘আমরা প্রথম রাউন্ডে কয়েকটি ম্যাচ হেরে পিছিয়ে গিয়েছি, চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ কম। আমাদের পরিকল্পনা হচ্ছে এখন প্রতিটি ম্যাচ জেতা। আমরা জেতার জন্য নামব। এছাড়া জাতীয় দলের খেলা থাকায় অনেকে থাকবে না। এটাও একটা ভাবনার বিষয়। যেহেতু আমাদের হাতে নেই এটা, আমরা যা আছে তা দিয়েই লড়ব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়